Corona in JNM Hospital Kalyani: কল্যাণীর জেএনএম হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৭
Corona in JNM Hospital Kalyani: এদিকে নতুন করে যে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে, তাঁদের মধ্যে ৬ জন ডাক্তারি পড়ুয়া, ৫ জন চিকিৎসক, ৫ জন নার্স ও ৪ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
সুজিত মণ্ডল, নদিয়া: কল্যাণী কলেজ অফ্ মেডিসিন এন্ড জে.এন.এম হাসপাতালে চিকিৎসক, মেডিক্যাল ছাত্র ও নার্স মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল মোট ৬৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ জন। এদিকে নতুন করে যে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে, তাঁদের মধ্যে ৬ জন ডাক্তারি পড়ুয়া, ৫ জন চিকিৎসক, ৫ জন নার্স ও ৪ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। গত ৪ দিনে আক্রান্তদের মধ্যে এখনও কেউ করোনামুক্ত হয়ে ওঠেননি।
উল্লেখ্য, জেলার বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও ছড়িয়েছে করোনা সংক্রমণ। উত্তরবঙ্গ থেকে মুর্শিদাবাদ ও নদিয়ার JNM হাসপাতালের একাধিক চিকিৎসক-নার্স বা স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। SBI’র একাধিক শাখাতে ছড়িয়েছে সংক্রমণ।
এদিকে করোনার বাড়বাড়ন্ত রাজ্য জুড়ে সব জেলাতেই। কোভিডের পাশাপাশি এখন মাথাচাড়া দিয়ে উঠেছে ওমিক্রন আতঙ্ক। এবার তাই, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের(third wave) প্রভাব এবং ওমিক্রনের (omicron) দাপট প্রতিরোধে এবার রায়গঞ্জের (raiganj) পথে নামল রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও রায়গঞ্জ থানার পুলিশ (police)। রায়গঞ্জের ব্যবসায়ী সংগঠন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং রায়গঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগে শুক্রবার রায়গঞ্জ মোহনবাটি বাজারে সাধারন মানুষ থেকে ক্রেতা বিক্রেতা সকলের মুখে মাস্ক পড়িয়ে দেন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকেরা। রায়গঞ্জ শহরের গোশালা বাজার থেকে শুরু করে মোহনবাটি বাজার, স্টেশন বাজার, বন্দর বাজার ও দেবীনগর বাজারে এই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। রায়গঞ্জ শহরের রাজপথ ধরে দুধারের পথচলতি সাধারন মানুষ, ব্যবসায়ী, দোকানদারদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিলি করার পাশাপাশি মাইকিং করে সচেতন করলেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, ''রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকদের যৌথ উদ্যোগে সাধারন মানুষকে করোনা বিধি মেনে চলার জন্য প্রচার এবং মাস্কহীন মানুষদের মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহন করা হয়েছে। রায়গঞ্জ শহরের সবকটি বাজারেই ক্রেতা বিক্রেতাদের সচেতন করতেই এই উদ্যোগ।''