West Midnapore: বেলদায় পরপর দুটি মন্দিরে চুরি, চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ
এদিন শ্যামসুন্দরজিউ ও রাধাকৃষ্ণ মন্দিরের তালা ভেঙে ঠাকুরের সব গয়না লুঠ করে নিয়ে যায়। তঁরুয়া মজুমদার বাড়ির প্রায় চারশো বছরের পুরনো এই রাধাকৃষ্ণ মন্দির।
অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: পরপর দুটি মন্দিরে চুরি। মন্দির থেকে প্রায় ৩ লক্ষ টাকার গয়না চুরি পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) বেলদায়। বেলদা থানায় তঁরুয়া গ্রামে পরপর দুটি মন্দির চুরির ঘটনা ঘটে।
পরপর দুটি মন্দিরে চুরি: এদিন শ্যামসুন্দরজিউ ও রাধাকৃষ্ণ মন্দিরের তালা ভেঙে ঠাকুরের সব গয়না লুঠ করে নিয়ে যায়। তঁরুয়া মজুমদার বাড়ির প্রায় চারশো বছরের পুরনো এই রাধাকৃষ্ণ মন্দির। স্থানীয় সূত্রে খবর, চোর চুরি করে পালানোর সময় ঘুম থেকে উঠে পড়েন বেশ কয়েকজন। বুঝতে পেরে চম্পট দেয় চোর। মন্দিরের রাধাকৃষ্ণের গলার হার, গয়না চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে, লক্ষ্মী নারায়ণ অধিকারীর বাড়ির শ্যামসুন্দরের মন্দিরের রুপোর গয়না, পদক, সহ অন্যান্য গয়না চিরি হয়েছে এদিন। মন্দিরের ভেতরে থাকা একটি আলমারি ভাঙার সময়, আওয়াজে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের। বুঝতে পেরে পালিয়ে যায় চোর।
লক্ষীনারায়ণ অধিকারী বলেন, “আমাদের এক প্রতিবেশী রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন মন্দিরের ভিতরে আলো জ্বলছে। চারিদিকে অন্ধকার থাকলেও কেউ কিছু করছে। তখন লোকজন দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় ডাকাডাকি করে আমাদের বাড়িতে। আমরা উঠে পড়া/ চোরেরা চম্পট দেয়। তারপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গোটা ঘটনার তদন্ত করে। স্বরূপ কুমার মজুমদার বলেন, “মন্দিরে গিয়ে দেখি তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। একাধিক ইন্টারলক ভেঙে হয়েছে। দু’লক্ষ টাকার গয়না চুরি হয়ে গিয়েছে।’’ ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। পরপর দুটি মন্দির চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি এলাকায় রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে IPL-এর বেটিং চক্র চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম সুন্দরলাল দুগ্গার। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ মাটিগাড়ার একটি শপিং মলে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরেই অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে IPL এর বেটিং চক্র চালাচ্ছিল।
আরও পড়ুন: Mother's Day 2023 : 'স্নেহের খুকি....তোমার মাতা ঠাকুরানী'