SSC Recruitment Scam: ‘সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে’, পার্থকে তীব্র কটাক্ষ তাপসের
Tapas Roy on Partha Chatterjee: তিনি ষড়যন্ত্রের শিকার বলে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বলতে শোনা গিয়েছে পার্থকে।
কলকাতা: দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) গ্রেফতার হওয়ার পর ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। সেই নিয়ে রাজ্যের অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) এ বার তীব্র কটাক্ষ করলেন তৃণমূল (TMC) বিধায়ক তাপস রায় (Tapas Roy)। তাঁর দাবি, সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন পার্থ, তাই সবকিছুর মধ্যে ষড়যন্ত্র দেখেন।
ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে পার্থকে একহাত নিলেন তাপস
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ। তার পর থেকে তাঁকে নিয়ে রাজ্য রাজনীতিতে টানাপোড়েন চলছেই। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার গহনা। দু’জনের যৌথ সম্পত্তিরও হদিশ পাওয়া গিয়েছে।
কিন্তু তিনি ষড়যন্ত্রের শিকার বলে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বলতে শোনা গিয়েছে পার্থকে। গত সপ্তাহেই তাঁকে লক্ষ্য করে সাংবাদিক প্রশ্ন ছুড়ে দেন ‘‘পার্থদা, আপনি কি ষড়যন্ত্রের শিকার?’’ পার্থর জবাব আসে, ‘‘ষড়যন্ত্রের শিকার’’। কে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তা যদিও খোলসা করেননি পার্থ। তবে সেই নিয়ে নানা তত্ত্ব সামনে এসেছে।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার পার্থকে একহাত নিলেন তাপস। তাঁর কথায়, ‘‘ওই ষড়যন্ত্র, ষড়যন্ত্র না বলে, কী ষড়যন্ত্র সেটা আদালতে জানাক বা তদন্তকারীদের জানাক! আসলে ও সারাজীবন বোধঝহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে বোধহয় প্রত্যক্ষ কোনও সম্পর্ক রয়েছে ওর। সবকিছুর মধ্যে হয়ত ষড়যন্ত্র দেখত বলে, এটার মধ্যেও ষড়যন্ত্র চক্রান্ত দেখছে। আমি জানি না। যদি কোনও ষড়যন্ত্র থেকে থাকে, তদন্তে বেরিয়ে আসবে। ও বলুক না, কী ষড়যন্ত্র ছিল! আদালতে, তদন্তকারীদের বলুক কী ষড়যন্ত্র ছিল!’’
তবে এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেন, ‘‘কোর্টে বলুন না, ভালই তো হবে! গোটা তৃণমূল দলটাই তো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। লুঠপাটের সঙ্গে যুক্ত দল গোটা দল, কে না জানে! তৃণমূলের নেতারা ভালভাবেই জানেন, এখন মানুষও জেনে গিয়েছেন। ৭৫-২৫-এর ভাগাভাগি, এ তো মুখ্যমন্ত্রীই বলেছিলেন! তাহলে ২৫ ভাগ যদি ওটা হয়, বাকি ৭৫ ভাগ গেল কোথায়! সেটা আগে বার করতে হবে। তাই বলেছিলাম, দিল্লিতে গিয়ে সেটিং হবে আর এখানে তদন্ত ধামাচাপা পড়ে যাবে সেটা হবে না। তদন্তে শেষ মাথা পর্যন্ত ধরতে হবে।’’
পার্থর সঙ্গে দূরত্ব বাড়িয়েই চলেছে তৃণমূল
দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই পার্থর সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়িয়েছে তৃণমূল। সম্প্রতি মন্ত্রিত্বও গিয়েছে তাঁর। পার্থ এবং অর্পিতার নামে উদ্ধার সম্পত্তি, টাকার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই, তা-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ষড়যন্ত্রের তত্ত্ব নিয়েও এ বার নিজেদের অবস্থান জানিয়ে দিল তারা।