Sukanta-Kalyan Tussle: "আয় তুই শ্রীরামপুরে, বলবি আয়, কী করে ঘরে ফিরে যাস দেখব", কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ সুকান্তর
SIR Issue: প্রস্তুতি চূড়ান্ত। পশ্চিমবঙ্গে এখন শুধুমাত্র ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর অপেক্ষা। এই অবস্থায়, SIR নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর।

বিজেন্দ্র সিংহ, কলকাতা : SIR নিয়ে সুকান্ত মজুমদারের হুঁঁশিয়ারির পাল্টা, তাঁকে চ্যালেঞ্জ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এলাকায় যাওয়ার কথা জানিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'আমি ওঁর চ্যালেঞ্জটা নিচ্ছি, আমি শনিবারই যাচ্ছি ওঁর এলাকায়।' Sukanta Majumdar and Kalyan Banerjee
প্রস্তুতি চূড়ান্ত। পশ্চিমবঙ্গে এখন শুধুমাত্র ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর অপেক্ষা। এই অবস্থায়, SIR নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর। সমানতালে চলছে হুমকি-হঁশিয়ারিও।তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রী যখন, ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন, তখন পিছিয়ে নেই বিজেপিও। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "যদি ভ্যান্ডালিজম করেন, দোকান, ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোনও নেতার ছেলের জীবন যাবে না, সেন্ট্রাল বাহিনী নামলে কিন্তু গুলি চলবে। আপনার বাড়ির লোকেদের গুলি লাগবে।"
এনিয়ে এবার পাল্টা, সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "ওঁর মস্তানি বার করে দেব একদম। কোনওদিন মাঠে জীবনে দেখেছেন ? ওলিতে, গলিতে, মাঠে ? যত হচ্ছে ওঁদের অফিসে বসে আর প্রেসের কাছে আপনাদের কাছে বড় বড় বক্তৃতা। আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে। আয় তুই শ্রীরামপুরে। বলবি আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কী করে দেখব।"
কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের চ্য়ালেঞ্জ গ্রহণ করছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, "কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছেন, এর থেকে বোঝা যায় ওঁর মানসিক স্থিতি কী আছে ? পুলিশ সরে যাক না, বাড়ি থেকে বের হতে পারবে না এঁরা, মার খেয়ে মরে যাবেন পাবলিকের। আমি ওঁর চ্যালেঞ্জটা নিচ্ছি, আমি কালকেই যাচ্ছি ওঁর এলাকায়, দেখি না কত বড় বাপের ব্যাটা হয়েছে, কী করে !"
সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনীতির পারদ।
যে কোনও দিন এ রাজ্য়ে শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধন। তা নিয়ে বাগযুদ্ধের পারদ ইতিমধ্য়েই সপ্তমে। হুমকি-হুঁশিয়ারি চলছে সমান তালে। আর তার মধ্য়ে SIR-এর প্রস্তুতিও কার্যত লাস্ট ল্য়াপে। ইতিমধ্য়ে ৭টা জেলায় ম্য়াপিং-এর কাজও শেষ। ২০০২ সালের সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখাই হল ‘ম্যাপিং’। SIR শুরুর আগে এই 'ম্য়াপিং' প্রক্রিয়াতেই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। SIR Issue






















