TMCP Foundation Day: পরনে মমতা-অভিষেকের ছবি দেওয়া পাঞ্জাবি, TMCP কর্মীদের পোশাক বিলি অধ্য়ক্ষের
Surendranath Evening College: অধ্য়ক্ষের পরনের পাঞ্জাবির বুকে লেখা 'জয় বাংলা', পশ্চিমবঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।

কলকাতা: চেয়েছিলেন পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। আর পরীক্ষার দিন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি দেওয়া পাঞ্জাবি পরলেন সুরেন্দ্রনাথ কলেজের সান্ধ্য় বিভাগের অধ্যক্ষ। ওই পোশাক বিলি করলেন TMCP কর্মী-সমর্থকদের মধ্যে। ছাত্রদের অনুরোধ রাখতেই এটা করেছি- সাফাই প্রিন্সিপালের। সমালোচনায় সরব বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এ বছর মঞ্চের আকার অন্য় বারের থেকে অনেকটাই বড়। গান্ধী মূর্তির পাদদেশে মূল মঞ্চ। প্য়ান্ডেল চলে গেছে পার্কস্ট্রিট অবধি। সামনের বছর ভোটের কথা মাথায় রেখে তৃণমূল ছাত্র পরিষদের মেগা ইভেন্টেও বাঙালি অস্মিতায় জোর দেওয়া হয়েছে। গোটা চত্বর ’বাংলা এবং বাঙালির অপমান মানছি না‘ লেখা পোস্টার, ব্যানারে ছয়লাপ। আর এই প্রতিষ্ঠা দিবসের কলেজের অধ্যক্ষের অন্য ভূমিকা দেখা গেল।
অধ্য়ক্ষ কলেজে এসেছিলেন হালকা সবুজ ফুলহাতা জামা গায়ে। কিন্তু পরীক্ষা চলাকালীন ছাত্র সংসদে ঢুকে তার ওপরেই পরে নিলেন হলুদ পাঞ্জাবি। অধ্য়ক্ষের পরনের পাঞ্জাবির বুকে লেখা 'জয় বাংলা', পশ্চিমবঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এরপর অধ্য়ক্ষ এই পাঞ্জাবি পরে কলেজের মধ্যেই, তৃণমূল ছাত্র পরিষদের তৈরি বিশেষ পোশাক বিতরণ করলেন শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে। বৃহস্পতিবার এক দিকে যখন সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজে পরীক্ষা চলছিল, তখন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্য়ে কলেজে এই ভূমিকায় দেখা গেল খোদ কলেজেরই অধ্যক্ষ জাফর আলি আখানকে। সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজ অধ্য়ক্ষ বলেন, "আমি ওপরে ছিলাম পরীক্ষার তদারকির জন্য। ওরা একাধিকবার আমাকে ডাকল, অনুরোধ করল, স্যর একবার নীচে আসুন। তখনই ওরা অনুরোধ করে যে, একটি পাঞ্জাবি পরে আপনি কয়েকটা পাঞ্জাবি টি শার্ট এগুলো বিতরণ করে দিন। ওদের অনুরোধ রক্ষার্থে আমি এটা করেছি।''
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পূর্ব-নির্ধারিত পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। কয়েক দিন আগে উপাচার্যর কাছে আবেদন জানিয়েছিলেন এই অধ্যক্ষই। এপ্রসঙ্গে তিনি বলেছিলেন, "আমরা চাই পরীক্ষা পিছনো হক রিকনসিডারিংয়ের জন্য়। তাই প্রিন্সিপালকে চিঠি দিয়েছি। পড়ুয়াদের সমস্য়া হবে আসতে। নন টিচিং স্টাফ, অধ্য়াপকরা সবারই সমস্য়া।'' বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আরও একধাপ এগিয়ে অধ্য়ক্ষ পড়ে নিলেন তৃণমূল ছাত্র পরিষদের এই পাঞ্জাবি। এদিন কলেজ চত্বরেই কেক কেটে বিশেষ পোশাক পরে মেয়ো রোডের উদ্দেশে রওনা দেন TMCP-র কর্মী-সমর্থকরা।






















