Calcutta University: অবৈধ সিন্ডিকেট মিটিংয়ের অভিযোগ অন্তর্বর্তী উপাচার্যের বিরুদ্ধে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ TMCP-র
TMCP Agitation: কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢোকার গেটের বাইরে লাগাতার স্লোগান তৃণমূল ছাত্র পরিষদের। যা ঘিরে মঙ্গলবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সত্যজিৎ বৈদ্য, কলকাতা: একের পর এক অবৈধ সিন্ডিকেট মিটিং করছেন অন্তর্বর্তী উপাচার্য। এমনই অভিযোগে, মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) উপাচার্যর ঘরে ঢোকার মুখে গেট আটকে অবস্থান-বিক্ষোভে বসে TMCP. বৈঠক সেরে বেরোনোর সময় রাতে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন অন্তর্বর্তীকালীন উপাচার্য ও রেজিস্ট্রার। কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত পাল্টা দাবি করেছেন, 'এমন কিছু করছিনা, যা বিশ্ববিদ্য়ালয়ের পরিপন্থী।'
গেট আটকে অবস্থান-বিক্ষোভে বসল TMCP: কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢোকার গেটের বাইরে লাগাতার স্লোগান তৃণমূল ছাত্র পরিষদের। যা ঘিরে মঙ্গলবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে। উপচার্যের বিরুদ্ধে অবৈধ সিন্ডিকেট মিটিংয়ের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর ঘরে ঢোকার মুখে গেট আটকে অবস্থান-বিক্ষোভে বসে TMCP. অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হয় তারা।
বৈঠক সেরে বেরোনোর সময় গতকাল রাতে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন অন্তর্বর্তী উপাচার্য ও রেজিস্ট্রার। রেজিস্ট্রারের গাড়ির সামনে বসে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। এক ছাত্র নেতা বলেন, “একের পর এক অবৈধ সিন্ডিকেট মিটিং এই বিশ্ববিদ্য়ালয়ে উপাচার্য করে যাচ্ছেন। হস্টেলগুলোর বেহাল অবস্থা, লিফ্ট খারাপ হয়ে পড়ে রয়েছে, এই দাবি-দাওয়াগুলো নিয়ে লড়াই করার অধিকার আমি মনে করি সাধারণ ছাত্রছাত্রীদের রয়েছে। এবং সেই জায়গাতেই সাধারণ ছাত্রছাত্রীদের বাকস্বাধীনতাকে হত্য়া করছেন এই উপাচার্য। ’’TMCP-র অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য শান্তা দত্ত বলেন, “অনেক বকেয়া কাজ করছি। জানিনা অবৈধ কিনা। এমন কিছু করছি না যা বিশ্ববিদ্য়ালয়ের পরিপন্থী। এদের দোষ দিইনা। পিছনে কেউ প্ররোচনা দিচ্ছে বলে মনে করি। ’’
এদিকে পরীক্ষায় টুকলিতে বাধা পেয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুরের টুরকু হাঁসদা লপসা হেমব্রম মহাবিদ্যালয়ে। কলেজ সূত্রে খবর, পরীক্ষা চলাকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। খাতা কেড়ে নিয়ে হল থেকে বের করে দেওয়া হয় তাঁদের। অভিযোগ, টুকলি করতে না পেরে সেই আক্রোশে পরীক্ষার্থীদের একাংশ কলেজে ভাঙচুর চালান। পরীক্ষার হলে ৪-৫টি সিলিংফ্যান ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে। শৌচাগারের কলও ভাঙা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Madhyamik 2024: বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে পরীক্ষাকেন্দ্রে ছাত্রী, সাহায্যের হাত পুলিশের