মুন্না আগারওয়াল, দক্ষিণ দিনাজপুর: গঙ্গারামপুরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল। যদিও অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তুলেছে ঘাসফুল শিবির। তৃণমূল-বিজেপি দ্বন্দ্বকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।


সাত সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে ছড়ায় উত্তেজনা। আক্রান্তের নাম সুধীর তরফদার। আক্রান্ত সুধীর তরফদারের অভিযোগ, শনিবার সকালে নন্দনপুর অঞ্চলের মহাসুরায় আচমকা তাঁর ওপর হামলা চালানো হয়। এলাকার বাসিন্দা তৃণমূল সমর্থক স্বপন সরকার তাঁকে বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি। পরে পাড়ার লোকজনই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বলেও জানিয়েছেন সুধীর তরফদার।


আরও পড়ুন: Bankura: আচমকা বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুই বোন


দক্ষিণ দিনাজপুরের বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকারের কথায়, 'রাজ্য স্তরেও দেখেছি প্রতিহিংসার রাজনীতি। আর এসব তৃণমূলই করছে। আজকের ঘটনাও তার ব্যতিক্রম নয়।' তাঁর দাবি, তৃণমূল আশ্রিতরাই বিজেপি কর্মীদের মারধর করেছে। থানা ব্যবস্থা না-নিলে কোর্টের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, বলে জানান তিনি।


দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী বলেন, 'আইন শৃঙ্খলা নিয়ে বিজেপির প্রশ্ন তোলা উচিত নয়। কারণ, ত্রিপুরায় তাদের কী শাসন চলছে দেখা উচিত। বিজেপির অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে, কোনও ঘটনা ঘটলে তৃণমূলের দিকে আঙুল তোলা। এই ঘটনার পিছনে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বই রয়েছে।'


অভিযুক্ত স্বপন সরকারের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় এফআইআর করেছেন আক্রান্ত সুধীর তরফদার। যদিও অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত এলাকা ছাড়া বলে খবর পুলিশ সূত্রে।


আরও পড়ুন: West Burdwan: প্রায় ৪ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার কুখ্যাত লোহা মাফিয়া গোপাল জয়সওয়াল


আরও পড়ুন: Viral Fever Guidelines: শিশুদের জ্বর-শ্বাসকষ্ট তিনদিনের বেশি থাকলে ভর্তি করতে হবে হাসপাতালে, গাইডলাইন প্রকাশ রাজ্যের