Panchayat Board: ডাণ্ডা হাতে দাপাদাপি, ভাঙচুর! একাধিক ব্লকে বোর্ড গঠনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
কোথাও পঞ্চায়েত অফিস চত্বর অগ্নিগর্ভ! ডাণ্ডা হাতে দাপাদাপি! দেদার ভাঙচুর! উঠল বোমা ছোড়়ার অভিযোগ!
সুদীপ চক্রবর্তী ও রাজা চট্টোপাধ্যায়, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি: বোর্ড গঠন ঘিরে চরম অশান্তি। উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এবং জলপাইগুড়ির খড়িয়া। দুটি ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে বোর্ড গঠনে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। কালিয়াগঞ্জের মুস্তাফানগরে বোমাবাজির অভিযোগ ওঠে। জলপাইগুড়ির খড়িয়ায় পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা ও কর্মীরা। দুটি ক্ষেত্রেই তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
কোথাও পঞ্চায়েত অফিস চত্বর অগ্নিগর্ভ! ডাণ্ডা হাতে দাপাদাপি! দেদার ভাঙচুর! উঠল বোমা ছোড়়ার অভিযোগ! কোথাও পুলিশের সঙ্গে প্রবল বচসা! বিজেপি কর্মীদের সঙ্গে চূড়ান্ত বাকবিতণ্ডা! দীর্ঘক্ষণ পথ অবরোধ পঞ্চায়েত ভোটের আগে অশান্তি, ভোটের সময় অশান্তি, ফল ঘোষণার দিন অশান্তি। এবার বোর্ড গঠনের আগেও জায়গায় জায়গায় অশান্তি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মুস্তাফানগর পঞ্চায়েতে মোট আসন ৩০টি।
ভোটে তৃণমূল জয়ী হয় ১৩টি আসনে। ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস জেতে ৩টি আসনে। ২টি আসনে যায় সিপিএমের দখলে। আর ৪টি আসনে জয়ী হন নির্দল প্রার্থীরা। ত্রিশঙ্কু এই পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্রে এদিন ধুন্ধুমার বাধে মোস্তাফানগর পঞ্চায়েত অফিসে। বিজেপির দাবি, কংগ্রেস, সিপিএম ও নির্দলদের নিয়ে, মোট ১৭ জন পঞ্চায়েত সদস্যের সমর্থনে তারাই বোর্ড গড়তে যাচ্ছিল। বিজেপির অভিযোগ, এই খবর চাউর হতেই, তৃণমূলের লোকজন হামলা চালায় পঞ্চায়েত অফিসে। বোমাবাজির অভিযোগ পর্যন্ত ওঠে।
তৃণমূলও পাল্টা দাবি করে, তাদের ২ জয়ী পঞ্চায়েত সদস্যকে জোর করে নিয়ে গিয়ে বোর্ড গঠনের চেষ্টা করছিল বিজেপি। প্রশাসন সূত্রের খবর, অশান্তির আবহে মুস্তাফানগর পঞ্চায়েতে শেষমেশ বোর্ডই গঠন করা যায়নি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যখন মার মার কাট কাট অবস্থা, তখন জলপাইগুড়ির খড়িয়ায় পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এবারের ভোটে, খড়িয়া পঞ্চায়েতের মোট ৩০টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয় ১৫টি আসনে। ১১টি আসনে জয়ী হয় বিজেপি। এ ছাড়া, সিপিএম ৩টি এবং কংগ্রেস ১টি আসনে জয়ী হয়।
এদিন পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় বিজেপি অভিযোগ করে, খোদ আইসির সাহায্যে ভুয়ো লোক ঢুকিয়ে, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে ক্ষমতা দখল করতে চাইছে তৃণমূল। এই অভিযোগকে ঘিরে ঝামেলার সূত্রপাত! আইসির সঙ্গে রীতিমতো তর্কে জড়িয়ে পড়েন বিজেপি নেতা ও কর্মীরা। প্রায় ১ ঘণ্টা ধরে হলদিবাড়ি-জলপাইগুড়ি সড়ক অবরোধ করে রাখে বিজেপি। যদিও, বিজেপির বিরুদ্ধেই অশান্তি পাকানোর পাল্টা অভিযোগে সরব হয়েছে শাসক দল। শেষপর্যন্ত অশান্তির আবহেই খড়িয়া বোর্ড গঠন সম্পন্ন হয়।