Jakir Hossain: কলকাতার আয়কর অফিসে তলব তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে
Jakir Hossain: গত ৫ বছরে জাকিরের আয়ের নথি, তাঁর দেওয়া আয়কর, ও ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আসতে নির্দেশ।
কলকাতা: আগামী সপ্তাহের শুরুতে তলব জাকির হোসেনকে (Jakir Hossain)। কলকাতার আয়কর অফিসে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ককে তলব। গত ৫ বছরে জাকিরের আয়ের নথি, তাঁর দেওয়া আয়কর, ও ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আসতে নির্দেশ। উদ্ধার হওয়া ১১ কোটি টাকার উৎস জানতে জাকিরকে তলব।
জাকির হোসেনকে তলব: একই দিনে, তৃণমূলের দুই নেতার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় আয়কর দফতর। একজন, জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। অন্যজন, কলকাতা পুরসভার ৫৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি। প্রায় দেড় দিন ধরে তল্লাশি চালানো হয় তৃণমূলের মেয়র পারিষদের হোটেলে।
আর জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি ও কারখানা থেকে উদ্ধার হয়েছে 'কুবেরের ধন'। বাড়ি, অফিস, গুদাম, কারখানা এবং চালকলে তল্লাশি চালিয়ে প্রায় ১১ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে দাবি করা হয়েছে। থরে থরে সাজানো পাঁচশো টাকার বান্ডিল। আয়কর দফতর সূত্রে দাবি, একটি আলমারির ভিতরে, চালের বস্তা করে এভাবেই টাকা রাখা ছিল।
বুধবার থেকে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি-সহ মুর্শিদাবাদের ১১টি ঠিকানায় একযোগে তল্লাশি চালায় আয়কর দফতর। তল্লাশি চালানো হয়, জাকির হোসেনের মালিকানাধীন মুর্শিদাবাদের মথুরাপুর গ্রামের শিব মিলস ইন্ডাস্ট্রিজে। আয়কর দফতর সূত্রে দাবি, সেখান থেকে প্রায় ৯ কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও, জাকির হোসেনের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে প্রায় ২ কোটি টাকা। সব মিলিয়ে, জাকির হোসেনের কারখানা ও বাড়ি থেকে মোট ১১ কোটি টাকা উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: Tapas Mondal: আপার প্রাইমারি ও সংগঠক শিক্ষক পদের জন্যও তোলা হয়েছে টাকা, বিস্ফোরক তাপস