Uluberia Ganga Accident: গঙ্গায় উত্তাল বান, ৪ জনকে নিয়েই উল্টে গেল স্পিড বোট
Ganga Accident:যখন বান আসে সেই সময় গঙ্গায় উত্তাল অবস্থা। স্পিড বোটে থাকা চারজন নদীতে পড়ে যায়।

সুনীত হালদার, হাওড়া: উলুবেড়িয়ায় গঙ্গায় বান, মাঝগঙ্গায় উল্টে গেল স্পিড বোট। সোমবার সকালে নদীতে বান আসার কারণে উলুবেড়িয়া দক্ষিণ জগদীশপুর এলাকায় নদীতে থাকা স্পিড বোট মাঝ নদীতে চলে যায়। সেই সময় বানের তোড়ে মাঝগঙ্গায় উল্টে যায় স্পিড বোটটি। চোখের সামনেই ঘটে যায় ঘটনাটি।
যখন বান আসে সেই সময় গঙ্গায় উত্তাল অবস্থা। স্পিড বোটে থাকা চারজন নদীতে পড়ে যায়। যদিও সেই সময় মাঝ নদীতে থাকা একটি লঞ্চ তাঁদের উদ্ধার করায় বড় বিপদ হয়নি। মাঝগঙ্গায় গিয়ে উল্টে যাওয়া স্পিডবোটকে উদ্ধার করল নদীর পাড়ে থাকা নৌকা ও লঞ্চ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার সময় স্পিডবোটে চারজন ছিলেন৷ চার জনই গঙ্গার জলে ভেসে যান৷ যদিও আশেপাশে থাকা নৌকা এবং লঞ্চগুলি এগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গেই চার জনকে উদ্ধার করেছে বলে খবর৷
ওই এলাকার গঙ্গা নদীতে সাধারণ মানুষের নিত্য যাতায়াত। এই ঘটনায় বড়সড় বিপদের আশঙ্কা ছিল বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি অমাবস্যা গিয়েছে, সঙ্গে ছিল ভরা কোটাল। আর তার জেরেই বেশ কিছুদিন ধরে গঙ্গা নদীতে বান আসতে দেখা যাচ্ছে।






















