Vegetable Price Hike: আকাশছোঁয়া আনাজের মূল্য, ক্ষুব্ধ ক্রেতারা, কবে কমবে সবজির দাম?
Market Price Hike: রাজ্য সরকারের টাস্ক ফোর্সের অভিযান সত্ত্বেও, এখনও আকাশ ছোঁয়া অধিকাংশ সবজির দাম। লঙ্কা থেকে টম্যাটো, পটল থেকে ঢেঁড়শ ছুঁলেই পুড়ছে হাত।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: আনাজের দাম (Vegetable Price Hike) আকাশছোঁয়া। রাজ্য সরকারের টাস্ক ফোর্স অভিযান চালালেও বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ক্রেতার। সোমবারও কলেজ স্ট্রিট মার্কেটে অভিযান চালায় টাস্ক ফোর্স। দাম খতিয়ে দেখেন তাঁরা।
সবজির দামে আগুন: বর্ষা আসতে না আসতেই খুচরো বাজারে অগ্নিমূল্য শাক-সবজি। বাজারে গিয়ে পকেট খালি হয়ে গেলেও ভরছে না ব্যাগ। কারণ যা দাম, তাতে হাতে ছেঁকা খাওয়ার জোগাড়। কাঁচা লঙ্কা থেকে শুরু আদা, বরবটি থেকে পটল-বেগুন-ঝিঙে, দামের জেরে জেরবার আম-বাঙালি। শহর থেকে জেলায়, একই ছবি সব জায়গায়।
আকাশছোঁয়া আনাজের মূল্য: রাজ্য সরকারের টাস্ক ফোর্সের অভিযান সত্ত্বেও, এখনও আকাশছোঁয়া অধিকাংশ সবজির দাম। লঙ্কা থেকে টম্যাটো, পটল থেকে ঢেঁড়শ ছুঁলেই পুড়ছে হাত। গতকাল, সোমবার কলেজ স্ট্রিট বাজারে কাঁচালঙ্কা ডাবল সেঞ্চুরি করেছে। টম্যাটো ১১০-১২০ টাকা কেজি। বেগুনের দাম ঘোরাফেরা করছে ৮০-১০০ টাকার মধ্যে। পটল বিকোচ্ছে ৮০ টাকায়, ঢ্যাঁড়সও ৮০ টাকা কেজি। এই পরিস্থিতিতে সেখানে অভিযান চালায় রাজ্য সরকারের টাস্ক ফোর্স। দাম খতিয়ে দেখেন তাঁরা। বেশ কয়েকজন ক্রেতা সবজির দাম নিয়ে তাদের সামনে ক্ষোভ উগরে দেন।
কবে কমবে আনাজের দাম?
সবজিতে আগুন, লাগছে ছ্যাঁকা। কবে কমবে সবজির দাম? রাজ্যের টাস্ক ফোর্সের সদস্য কমল দে বলেন, “বাইরে থেকে আসে টম্যাটো বাইরে দাম কমলে এখানে কমবে। সবজির দাম কমতে শুরু করেছে, আগামী কয়েকদিনে আরও কমবে দাম।’’ বাজারে বাজারে এই হানায় কি আদৌ কাজ হবে? কবে কমবে দাম? সেই প্রশ্ন ঘোরফেরা করছে মধ্যবিত্ত-মনে।
গত সপ্তাহ থেকেই সক্রিয় হয়েছে রাজ্য সরকারের তৈরি করে দেওয়া টাস্ক ফোর্সের। এর আগে সল্টলেকের বিভিন্ন বাজার সহ ব্য়ারাকপুর, বারুইপুর ও হাওড়াতেও চলে নজরদারি চালিয়েছিল তারা। বাজারের কী পরিস্থিতি, কোনও ব্যবসায়ী বেশি দাম নিচ্ছেন কি না, জোগান ঠিক আছে কি না, খতিয়ে দেখা হয়। শহর এবং জেলার বাজারের সব দিক খতিয়ে দেখে রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা দেবে তারা।
আরও পড়ুন: Hair Thinning: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?