Jaipur Petrol Pump Mishap: পেট্রোল পাম্পের কাছে CNG ট্যাঙ্কার; একাধিক গাড়ির সংঘর্ষে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড; একাধিক প্রাণহানি; জখম অনেকে
Fire at Petrol Pump: পেট্রোল পাম্পের আশপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে গেছে। এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে জোরকদমে।
জয়পুর : রাজস্থানের জয়পুরে ভয়ঙ্কর দুর্ঘটনা। কমপক্ষে ৫ জনের প্রাণহানি হয়েছে। পেট্রোল পাম্পের কাছে দাঁড় করানো ছিল একটি CNG ট্যাঙ্কার । সেখানে একটি ট্রাকের অন্যান্য গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। তার জেরে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন লাগে। দুর্ঘটনায় আরও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ৩৫ জন জখম। তাঁদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, এমনই খবর প্রশাসনিক সূত্রের। এদিন সকাল সাড়ে ৫টা নাগাদ আজমেঢ় রোডে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি ঘটনাস্থল খতিয়ে দেখেন। পরে হাসপাতালে গিয়েও আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।
পেট্রোল পাম্পের আশপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে গেছে। এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে জোরকদমে। পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ঘটনার পরপরই তার ভিজ্যুয়াল ছড়িয়ে পড়ে। তাতে দেখা যাচ্ছে, বিশাল অগ্নিকুণ্ড, সঙ্গে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। বহু কিলোমিটার দূর থেকেও তা দেখা যায়। একাধিক গাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, যে ট্রাকটি অন্যান্য গাড়িতে ধাক্কা মারে, সেই ট্রাকটিতে রাসায়নিক ছিল। স্থানীয় ভানক্রোটা থানার স্টেশন হাউস অফিসার মণীশ গুপ্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, "আগুনের কবলে একাধিক ট্রাক। এই ঘটনায় কতগুলি ট্রাক ক্ষতিগ্রস্ত তা স্পষ্ট নয়। পোড়া আঘাত নিয়ে অনেকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"
#WATCH | Bhankrota fire accident | Jaipur | Rajasthan CM Bhajanlal Sharma visits the spot where a massive fire broke out in the morning, claiming the lives of 4 people. pic.twitter.com/vjJjxmbGRg
— ANI (@ANI) December 20, 2024
ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি এক্স হ্যান্ডেলে ঘটনা নিয়ে শোকপ্রকাশ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী লেখেন, জয়পুর-আজমেঢ় জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির খবরে আমি গভীরভাবে মর্মাহত। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এসএমএস হাসপাতালে গিয়েছিলাম। সেখানকার চিকিৎসকদের নির্দেশ দিয়েছি, দ্রুত চিকিৎসা পরিষেবা দিতে এবং আহতদের যত্ন নিতে। প্রশাসন উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। পূর্ণ তৎপরতায় কাজ করছে স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবা বিভাগ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, নিহতদের আত্মা শান্তি পাক এবং শোকগ্রস্ত পরিবারগুলি যেন এই ক্ষতি সহ্য করার ক্ষমতা পায় । আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন।
Rajasthan CM Bhajanlal Sharma tweets, "I am deeply saddened to hear the sad news of casualties of citizens in the gas tanker fire incident on Jaipur-Ajmer National Highway. As soon as the information about the incident was received, I went to SMS Hospital and directed the doctors… pic.twitter.com/sJzUIBaTQt
— ANI (@ANI) December 20, 2024