Waqf Law 2025: 'ঘটনার পিছনে সংকীর্ণ রাজনীতি' মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় মমতাকে নিশানা যোগীর
Murshidabad Chaos: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলাদেশের পরিস্থিতির প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছেন।

কলকাতা: ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Law 2025) প্রতিবাদের নামে তাণ্ডবের দায় কার? এ নিয়ে শুরু হয়েছে রাজনীতির লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে নিশানা করতে শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব।
ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে তাণ্ডব, বিক্ষোভের নামে নির্বিচারে নিরীহ সাধারণ মানুষের ওপর হামলা, বেলাগাম হিংসার ঘটনায় মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা এখন যেন আতঙ্কপুরী। নিজভূমে ভিটেহারা অসংখ্য পরিবার। কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী কে? তা নিয়ে দড়ি টানাটানি চলছে শাসক ও বিরোধীদের মধ্যে। মুর্শিদাবাদকে উত্তপ্ত করে তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করে একযোগে আক্রমণ শানাতে শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলাদেশের পরিস্থিতির প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছেন। তিনি বলেন, "হিন্দুদের হত্যা করা হচ্ছে। হিন্দু পরিবারের একাধিক সদস্যকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে খুন করা হয়েছে। বাড়ি-গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে। যারা করছে তারা কারা? মুর্শিদাবাদের হিংসার পিছনে সংকীর্ণ রাজনীতি রয়েছে। বাংলাদেশে যে সব হিন্দুরা পীড়িত, প্রতারিত হচ্ছেন, তাঁরা সবাই দলিত হিন্দু। সেখানে (বাংলাদেশে) দলিত হিন্দুদের উপর কীভাবে অত্যাচার চলছে, আপনারা দেখেছেন। আপনারা হয়তো দেখেছেন, না কংগ্রেস, না সমাজবাদী পার্টি, না মমতা ব্যানার্জি, কেউ তাঁদের পক্ষে আওয়াজ তোলেনি। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি সরব হয়েছে।''
ওয়াকফ বিক্ষোভ ঘিরে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। ধ্বংস করা হয়েছে সরকারি সম্পত্তি। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট বা AFSPA কার্যকর করার আর্জি জানিয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপি সাংসদ বলেন, "১৯৯০ সালে কাশ্মীরের যে রকম অবস্থা হয়েছিল। সন্ধের সময় হিন্দু পণ্ডিতদের বাড়িতে সন্ত্রাসবাদীরা পৌঁছত, আজ এখানেও একই পরিস্থিতি। আফস্পা যে অ্যাক্ট আছে ১৯৫৮, তার মাধ্যমে এটাকে পুরো উপদ্রুত এলাকা ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য় অনুরোধ করেছি।'' একইভাবে এরাজ্যের সরকারকে কটাক্ষ করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেন, "বিগত দিনে রামনবমী থেকে শুরু করে এবং তার পরে যেভাবে লাগাতার হিন্দুদের উপর হামলা হচ্ছে, ধর্মের ভিত্তিতে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, মন্দিরের ক্ষতি করা হচ্ছে, স্ত্রী ও মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। তারপরও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চুপ রয়েছে কেবলমাত্র ভোটের কথা ভেবে।''






















