Madhyamik Result 2025 Live Updates: প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর
West Bengal Board Madhyamik Result 2025 LIVE: পরীক্ষার ৭০দিনের মাথায় ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা পর পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট।

Background
প্রকাশিত হল ২০২৫-এরর মাধ্যমিক পরীক্ষার ফল। মেধা তালিকা থেকে পাসের হার, এবারও মাধ্যমিকে জেলার জয়জয়কার। মাধ্যমিক পরীক্ষার ৭০ দিনের মাথায় রেজাল্ট আউট হল। গতবারের তুলনায় বাড়ল পাসের হার। এবার মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬ শতাংশ, গতবার তা ছিল ৮৬.৩১ শতাংশ। পাসের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর, ৯৬.৪৬ পারসেন্ট। পাসের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, ৯৬.০৯ পারসেন্ট। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, ৯২.৩০ পারসেন্ট। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ৯০.৫২ পারসেন্ট।
এদিন সকাল ৯টায় মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Result 2025) হয়। পৌনে দশটা থেকে ওয়েবসাইটে মিলছে ফল। আজই মিলবে মার্কশিট।
পরীক্ষার ৭০দিনের মাথায় ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা পর পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। অন্যান্য বছরের মত এবারও wb10.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন।
মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন। প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই সকুলের ছাত্র আদৃত সরকার। আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬, ৯৯.৪৩ পারসেন্ট। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্য়ামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষণুপুর হাই সকুলের ছাত্র সৌম্য পাল। দুজনেরই প্রাপ্ত নম্বর, ৬৯৪, ৯৯.১৪ পারসেন্ট। মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ঈশানীর প্রাপ্ত নম্বর ৬৯৩, ৯৯ পারসেন্ট।
Madhyamik Result LIVE Updates: প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর
প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর
WB Board 10th Result 2025: ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়াই লক্ষ্য মাধ্যমিকের কৃতিদের
মাধ্যমিকে প্রথম আদৃত সরকার হতে চায় ডাক্তার। যৌথ দ্বিতীয় বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য চায় ইঞ্জিনিয়র হতে।






















