Kolkata News: শোকজের পর পাভলভ সুপারকে এবার স্বাস্থ্য ভবনে তলব
Pavlov Hospital: পাভলভ সুপারকে জরুরি তলব। শোকজের পর এবার পাভলভ হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে স্বাস্থ্য ভবনে তলব করা হল।
কলকাতা: পাভলভ সুপারকে জরুরি তলব। শোকজের পর এবার পাভলভ হাসপাতালের (Pavlov Hospital) সুপার গণেশ প্রসাদকে স্বাস্থ্য ভবনে তলব করা হল। গতকাল পাভলভ হাসপাতালে যায় স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদল। সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা। এর আগে স্বাস্থ্য দফতরের রিপোর্টে বলা হয়, পাভলভে চিকিত্সাধীন রোগীদের ভয়াবহ অবস্থার মধ্যে থাকতে হচ্ছে। তার ভিত্তিতে পাভলভের সুপারকে শোকজ করা হয়।
পাভলভে গিয়ে চমকে উঠলেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত এপ্রিল (April) ও মে মাসে স্বাস্থ্য ভবনের আধিকারিকরা পাভলভ পরিদর্শন করেন। তখনই ঘটনার পর্দা ফাঁস হয়। ওই হাসপাতালের ১৩ জন রোগীকে অন্ধকার ঘরে আটকে রাখার ঘটনা স্বাস্থ্য ভবনের আধিকারিকরা যেতেই ধরা পড়ে। আর তারপরেই এই ভয়াবহ ঘটনা কী কারণে ঘটল, জানতে চায় স্বাস্থ্য ভবন। গত ১৩ জুন সোমবার পাভলভ হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে চিঠি পাঠায় স্বাস্থ্য দফতর (Health Department)। তবে কারন দর্শানোর দিন গতকালই শেষ হয়েছে। এবার শোকজের পর এবার পাভলভ হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে। গতকাল পাভলভ হাসপাতালে যায় স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদল। ইতিমধ্য়েই পাভলভ সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা।
এত কাণ্ড পেরিয়েও কোনও চিঠি পাননি বলে আওড়াচ্ছেন পাভলভ সুপার
এদিকে এত কাণ্ড পেরিয়ে যাবার পরেও কোনও চিঠি পাননি বলে বারবার আওড়াচ্ছেন পাভলভ সুপার। উল্লেখ্য, সম্প্রতি কিছু দিন ধরেই পাভলভ হাসপাতালের ইস্যুতে উত্তাল রাজ্য। প্রসঙ্গত, গত বছরের শেষ থেকে জুন মাস অবধি শুধুই পাভলভ নয়, একের পর এক বিতর্কিত ইস্যু প্রকাশ্য়ে এসেছে। হয়তো , সেখানে প্রেক্ষাপটটা পুরোটাই আলাদা। এভাবেই একসময় উঠে এসেছিল হাওড়া হোমের বিতর্কিত ইস্যু।
আরও পড়ুন: হাওড়ার বাসিন্দা? জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া?