WB Madhyamik Results 2023 LIVE: মাধ্যমিকে ফের জেলার জয়, অনেক পিছিয়ে কলকাতা
WBBSE Madhyamik Results 2023 LIVE Updates: এবিপি আনন্দের ওয়েবসাইট থেকেই জানুন পরীক্ষার ফলাফল। জেনে নিন কোথায় কোথায় দেখা যাবে ফল।

Background
কলকাতা : ১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ (WB Madhyamik Results 2023), গত ১৭ মে ট্যুইট করে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ১৯ মে, শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষার আড়াই মাসের মাথায় ফলপ্রকাশ হচ্ছে । মাধ্যমিকের ৪ মার্চ শেষ হয় ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik Exam 2023)। বেলা ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল ।
পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই জানা যাবে ফল। এবিপি আনন্দের ওয়েবসাইট থেকেই জানুন পরীক্ষার ফলাফল। জেনে নিন কোথায় কোথায় দেখা যাবে ফল।
- http://bengali.abplive.com/exam-results/wb-madhyamik-result-5f083b11d6944.html
- হাতের কাছে রাখবেন নাম, রোল নম্বর। এই লিঙ্কে ক্লিক করে তথ্য দিলেই পেয়ে যাবেন ফল।
- এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮।
WB Madhyamik Results 2023: পাশের সংখ্যা সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে।
পাশের সংখ্যা সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা। চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর।
West Bengal Madhyamik Results 2023: মাধ্যমিকের কৃতীদের ফোন করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মাধ্যমিকের কৃতীদের ফোন করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্য়ুইটে সফল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।






















