West Bengal Weather : তৈরি হচ্ছে নিম্নচাপ, ভাসবে এই জেলাগুলি, জারি লাল সতর্কতা
Weather Update : মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : সকাল থেকে আকাশের মুখ ভার। কয়েকদিন তেমন ভাবে বৃষ্টির ( WB Rain Update ) মুখ দেখেনি মহানগর ( Kolkata )। শাওন গগনে ঘোর ঘনঘটা নেই বহুদিন। তবে কি এবার বৃষ্টি ( Rain ) নামবে ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ( Alipore Met Office ) ?
নিম্নচাপের ভ্রুকুটি
ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ( Depression ) ভ্রুকুটি। বাংলা উপকূলেও তার প্রভাব পড়বে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর। সোমবার থেকে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হবে।
তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অন্ধ্র উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। রবিবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ ওড়িশা ও বাংলা উপকূলের মাঝে স্থলভাগে ঢোকার সম্ভাবনা। এর জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বেশি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা, এই দুই জেলায়।
আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ও আবহাওয়া কেমন থাকবে