West Bengal Weather : আজ আরও একটু নামল পারদ, কেমন থাকবে বর্ষশেষের রাতের আমেজ?
West Bengal Winter Update : শীতের ছন্দ ছেদ করে কয়েকদিন উত্তুঙ্গ ছিল তাপমাত্রাবেলা বাড়তেই পরিষ্কার আকাশজবুথবু উত্তর ভারত, বঙ্গে শীতের খামখেয়ালি
সঞ্চয়ন মিত্র, কলকাতা : শীতের ছন্দ ছেদ করে কয়েকদিন উত্তুঙ্গ ছিল তাপমাত্রা ( Kolkata Temperature ) । অবশেষে বৃহস্পতিবার রাজ্যে ফিরেছে শীতের আমেজ। এক ধাক্কায় ৬ ডিগ্রি নেমেছিল পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজও সামান্য নামল পারদ। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ কলকাতা ( Kolkata Weather ) ও জেলায় জেলায়। আগামীকালই বছরের শেষ দিন। আলিপুর আবহাওয়া দফতর ( Alipore Weather Office ) জানিয়েছে, শুক্রবার পারদ নামলেও, শনি ও রবিবার তাপমাত্রা বাড়বে। ফলে বছর শেষ ও বর্ষবরণে শীতের আমেজ বজায় থাকলেও, জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা নেই।
৩০ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬০ শতাংশ। হাওয়ার গতিবেগ ৫ কিলোমিটায়/ঘণ্টা।
জবুথবু উত্তর ভারত, বঙ্গে শীতের খামখেয়ালি
হাড়কাঁপানো ঠান্ডায় এই মুহূর্তে জবুথবু গোটা উত্তর ভারত। তার সঙ্গে পাল্লা দিচ্ছে কুয়াশা। শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি চলায় দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে পারদ অনেকটাই নেমেছে। কিন্তু ঠিক তার উল্টো ছবি দেখা যাচ্ছিল বঙ্গে। দখিনা বাতাসের পালে ভর করে জলীয় বাষ্প ঢোকায় পাততাড়ি গুটিয়ে উধাও হয়ে গিয়েছিল শীত। লেপ-কম্বল-সোয়েটার-চাদরে রীতিমতো অস্বস্তিজনক এই আবহাওয়ার সাক্ষী হতে হচ্ছিল। উল্টে ডিসেম্বরের শেষ সপ্তাহে গত ৫০ বছরে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
30-Dec | 14.0 | 25.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
31-Dec | 14.0 | 25.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
01-Jan | 15.0 | 26.0 | Mainly Clear sky | |
02-Jan | 16.0 | 26.0 | Mainly Clear sky | |
03-Jan | 16.0 | 26.0 | Fog/mist in the morning and partly cloudy sky later | |
04-Jan | 16.0 | 26.0 | Mainly Clear sky | |
05-Jan | 16.0 | 27.0 | Mainly Clear sky |
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/abpananda
Twitter: https://twitter.com/abpanandatv
Google+: https://plus.google.com/+abpananda