West Bengal Weather : সপ্তমী থেকে বৃষ্টি শুরু, ভাসবে বিসর্জন-বেলাও ? মন খারাপের খবর শোনাল আবহাওয়া-অফিস
West Bengal Weather : দশমী পর্যন্ত বৃষ্টি থামার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফর।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : সোমবার থেকে সূচনা হল দেবীপক্ষের। আর সেইদিনই, পুজোয় বৃষ্টির অশনি সঙ্কেত দিল আবহাওয়া দফতর। সোমবার আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে
- পয়লা অক্টোবর, ষষ্ঠীর দিনই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত।
- তার জেরে সপ্তমী, অর্থাৎ ২ অক্টোবর থেকে কলকাতা ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে।
- দশমী পর্যন্ত বৃষ্টি থামার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফর।
চলতি সপ্তাহের শুরুর দিনগুলোতেও বজ্র-বিদ্যুত্ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা, সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, পুজোর আগে যাঁরা পাহাড়ে বেড়াতে গিয়েছেন, বা পুজোর মধ্যে পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছেন, তাঁদের পরিকল্পনাতেও বাধ সাধতে পারে বৃষ্টি।
মঙ্গলবার উত্তরবঙ্গের কয়েক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারপর, পরিমাণ কিছুটা কমলেও, নবমী-দশমীতে ফের বাড়তে পারে বৃষ্টি। গত দু’বছর, করোনার জেরে পুজোয় সেভাবে আনন্দ করতে পারেনি কলকাতাবাসী। এবার কি সেই আনন্দে ব্যাঘাত ঘটাবে বৃষ্টি? প্রমাদ গুনছেন অনেকেই।
কলকাতার আগামী কয়েকদিনের আবহাওয়া এক নজরে -
Day | Min | Max | Icon | Text |
---|---|---|---|---|
27-Sep | 27.0 | 33.0 | আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি | |
28-Sep | 27.0 | 33.0 | আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি | |
29-Sep | 27.0 | 34.0 | আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি | |
30-Sep | 27.0 | 33.0 | আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি | |
01-Oct | 28.0 | 33.0 | আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি | |
02-Oct | 27.0 | 33.0 | আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি | |
03-Oct | 26.0 | 30.0 | প্রধাণত মেঘলা আকাশ, হালকা বৃষ্টি |