News Live: তন্ময় ভট্টাচার্যের ৬ মাস সাসপেনশনের মেয়াদ শেষ, ফিরিয়ে দেওয়া হল তন্ময়ের পার্টি সদস্য়
News Live Blog: আজ রাজ্য, জেলা, দেশ-বিদেশের বিভিন্ন খবরের এক ঝলক - - - -
LIVE

Background
১। কাল রথযাত্রা। দিঘায় বাড়ছে ভিড়। দিঘায় উৎসবের তদারকিতে মুখ্যমন্ত্রী। আজ ভিড় নিয়ন্ত্রণ নিয়ে ৫ মন্ত্রীর সঙ্গে বৈঠক মমতার।
কাল রথ, প্রস্তুতি দিঘায়
২। আজ জগন্নাথ মন্দিরে নেত্র উৎসব।
সট - রাধারমন- ভগবান অসুস্থ হয়ে যান। আজ নতুন রূপে ইয়াং রুপে এসে আবার দর্শন দিচ্ছেন।
দিঘায় নেত্র উৎসব
৩। রথযাত্রার ঘিরে পুরীতে লোকারণ্য, মহা ধুমধান। উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। নবযৌবন বেশে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। টিকিট কেটে চলছে দর্শন। (অর্ণবের লাইভ থেকে সট)
নবযৌবন বেশ দেখতে ভিড়
৪। পুরীর মন্দিরের ট্রেড মার্কের জন্য আবেদন করা হয়েছে। বার্তা মন্দিরের অ্যাডমিনিস্ট্রেটরের।
(সট - পুরী অ্যাডমিনিস্ট্রেটর- আমরা ট্রেড মার্ক, ওয়ার্ড মার্ক, সব কিছুর পেটেন্টের জন্য আবেদন করেছি)
'ট্রেডমার্কের আবেদন করেছি'
৫। বোমার বলি বালিকা। FIR-এ নাম ২৪-এর, ৩ দিনের মাথায় গ্রেফতার ৫। ফুঁসছে কালীগঞ্জ, স্থানীয়রা। মায়ের সট - আমার মেয়ে মাটির নীচে, ওরা সোনার খাটে। পুলিশ কেন ধরছে পারছে না)
৩ দিনে গ্রেফতার ৫!
৬। ফের হতে পারে হামলা, খুন করা হতে পারে তাঁদের, আশঙ্কা তামান্নার পরিবারের। ( বেলা ১১টার সট)
হামলা-খুনের আশঙ্কা পরিবারের
৭। আজ কালীগঞ্জ ব্লকে এসএফআই-এর নদিয়া জেলা শাখার ডাকে ছাত্র ধর্মঘট। সব স্কুল-কলেজ-মাদ্রাসায় ধর্মঘট পালনের আহ্বান বাম ছাত্র সংগঠনের।
SFI-এর ছাত্র ধর্মঘট
৮। ভুয়ো ভোটারের পর কাকদ্বীপে এবার নকল আধার কার্ড চক্র! হাসপাতালে প্রসূতির ভুয়ো আধার। অভিযোগ দায়ের সুপারের। পুলিশের স্ক্যানারে গোবিন্দরামপুরের সাইবার ক্যাফে।
কাকদ্বীপে ভুয়ো আধার!
৯। টেকোনোসিটির পাথরঘাটায় বিজেপি বনাম বিজেপি। বুথ কমিটির বৈঠকে তুলকালাম। হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি। কেন গোপনে বুথ কমিটির বৈঠক? প্রশ্ন তুলতেই ধুন্ধুমার।
পাথরঘাটায় বিজেপি Vs বিজেপি
১০। কৃষ্ণনগর পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা দলীয় কাউন্সিলরদের একাংশের। দুর্নীতি রুখে দিতেই অনাস্থা। দাবি পুরপ্রধান রীতা দাসের।
কৃষ্ণনগরে তৃণমূল Vs তৃণমূল
১১। এবার উদয়ন গুহর মুখে সালিশি সভা নিয়ে হুঁশিয়ারি।
(সট - উদয়ন গুহ - সালিশি বন্ধ করতে হবে। সালিশি সভায় আমাদের নেতাদের বদনাম হয়।
উদয়নের 'সালিশি' হুঁশিয়ারি
১২। কাঁকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ৪ বছর পর ধৃত ওয়ান্টেড তালিকার এক নম্বরে থাকা অভিযুক্ত। CBI-এর হাতে গ্রেফতার ৪ বছর ধরে পলাতক অরুণ দে।
ধৃত ওয়ান্টেড তালিকার ১ নম্বর
১৩। বিশ্বমঞ্চে চিন-পাকিস্তানের ষড়যন্ত্রের পর্দাফাঁস ভারতের। সাংহাই কো-অপারেশনের যৌথ বিবৃতিতে নেই পহেলগাঁও কাণ্ড। প্রতিবাদে সই করল না ভারত। বিবৃতিও প্রত্যাখ্যান রাজনাথের।
সই না করে প্রতিবাদ
১৪। উপত্যকায় ফের জঙ্গি গতিবিধি। উধমপুরের বসন্তগড় এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর। অভিযানে গিয়ে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই।
উপত্যকায় ফের জঙ্গি গতিবিধি
১৫। উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা। রুদ্রপ্রয়াগে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে অলকানন্দা নদীতে বাস। মৃত অন্তত তিন। হিমাচলের ধর্মশালায় হড়পা বানে মৃত ২।
২ রাজ্যে বিপর্যয়, দুর্ঘটনা
১৬। ১৯৮৪-র পর ২০২৫। রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লা। ৪১ বছর পর মহাকাশে দ্বিতীয় ভারতীয়। আজ বিকেলে পৌছবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। থাকবেন ১৪ দিন।
শুভযাত্রায় শুভাংশু
১৭। “একটামাত্র কেন্দ্র, তাও শিশুর রক্তে ভিজল মাটি!/বঙ্গে তবে শান্তির ভোট ‘সোনার পাথরবাটি!’ হিন্দুর ভোট, মুসলিম ভোট, নানা হিসেব চলে, সুষ্ঠু ভোটের আশাটুকু, এবারও অথৈ জলে?” যুক্তি-তক্কো, রাত ৮টা।
যুক্তি-তক্কো
Bengal News Live: ২৮ ঘণ্টার দীর্ঘ সফরের পর স্পেস স্টেশনে সফল ডকিং শুভ্রাংশু শুক্লাদের
প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লা
২৮ ঘণ্টার দীর্ঘ সফরের পর স্পেস স্টেশনে সফল ডকিং
আন্তর্জাতিক স্পেস স্টেশনে ১৪ দিন থাকবেন শুভাংশুরা
মহাকাশে খাদ্য ও পুষ্টি নিয়ে গবেষণা করবেন পাইলট শুভাংশু
ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দেশ, উচ্ছ্বসিত শুভাংশুর মা-বাব
Bengal News Live: শেষ হল তন্ময় ভট্টাচার্যের সাসপেনশনের মেয়াদ
শেষ হল তন্ময় ভট্টাচার্যের সাসপেনশনের মেয়াদ
সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের ৬ মাস সাসপেনশনের মেয়াদ শেষ
ফিরিয়ে দেওয়া হল তন্ময়ের পার্টি সদস্যপদ, খবর আলিমুদ্দিন সূত্রে
'সাসপেনশন প্রত্যাহারের কথা জানানো হয়েছে তন্ময়কে'
আচরণবিধির ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে, খবর দলীয় নেতৃত্ব সূত্রে
মহিলা সাংবাদিককের শ্লীলতাহানির অভিযোগ ওঠে তন্ময়ের বিরুদ্ধে
৬ মাসের জন্য সাসপেন্ড করা হয় প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময়কে






















