Bengali News Live: অভয়ার মাকে মার পুলিশের, জাতীয় পতাকা মাড়িয়েছে, এজন্য মেরে জেলে যেতে আপত্তি নেই, হুঙ্কার দিন্দার!
Bengali News Live Updates: দেশ, রাজ্য, জেলার বিভিন্ন প্রান্তের নানা গুরুত্বপূর্ণ খবরের এক ঝলক - - - -
LIVE

Background
এবার হাসপাতালের রিপোর্ট নিয়ে প্রশ্ন অভয়ার বাবার। প্রথমে নিহত চিকিৎসকের মাকে মারধরের উল্লেখ, পরে রিপোর্টে দুর্ঘটনার তত্ত্ব। অভিযোগ তুলে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি।
রাজ্য সরকারের চাপে অভয়ার মা-কে ভর্তি নেয়নি মেডিকা হাসপাতাল। বিস্ফোরক অভিযোগ নিহত চিকিৎসকের বাবার।
হাসপাতালে থেকে ছাড়া পেলেন অভয়ার মা। পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চললেও ভর্তি না নেওয়ার অভিযোগ পরিবারের। মণিপাল হাসপাতালের প্রতিক্রিয়া মেলেনি।
অভয়ার মায়ের ওপর হামলার ঘটনা অনভিপ্রেত। ফুটেজ খতিয়ে দেখে পদক্ষেপ। মন্তব্য সিপি মনোজ ভার্মার। সহানুভূতি জানিয়ে লাভ নেই। পাল্টা অভয়ার বাবা।
নবান্ন অভিযানে আহত ৫ পুলিশকর্মী। অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল, কৌস্তভ-সহ বিজেপি নেতানেত্রীদের বিরুদ্ধে সাতটি FIR পুলিশের। আহতদের দেখতে হাসপাতালে সিপি।
অভয়ার মাকে মার পুলিশের। জাতীয় পতাকা মাড়িয়েছে। এজন্য মেরে জেলে যেতে আপত্তি নেই। হুঙ্কার দিন্দার। ফুটেজ দেখান। পুলিশকে চ্যালেঞ্জ অগ্নিমিত্রার। গুরুত্বে নারাজ কৌস্তভ।
নবান্ন অভিযানে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ। খোদ CPর বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় নালিশ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। জাতীয় পতাকা নিলে, রক্ষার দায়িত্ব বহনকারীর, পাল্টা কুণাল।
নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ। সল্টলেকে বিজেপির বিক্ষোভে উত্তেজনা, ধস্তাধস্তি। মৌলালিতে মিছিল।
এখনও অধরা অনেকে, সিবিআই চোখ বুজে আছে, আর জি করকাণ্ডে অভয়ার মা-বাবার সুরেই দাবি চিরঞ্জিতের। আসল অপরাধীকে খুঁজে বার করতে হবে, সরব রচনা বন্দ্যোপাধ্যায়।
৮ অগাস্ট অনুমতি ছাড়া সাইকেল মিছিলের অভিযোগ। থানায় হাজিরা না দিলে দুই চিকিৎসককে গ্রেফতারির হুঁশিয়ারি দিয়ে নোটিস পুলিশের। কালই যাবেন, জানালেন চিকিৎসকেরা।
গাজিয়াবাদে ভুয়ো দূতাবাসের পর নয়ডায় নকল থানা। জালে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা, নিয়োগ দুর্নীতিকাণ্ডে স্ক্যানারে থাকা বিভাস অধিকারী-সহ বাংলার ৬ জন। উদ্ধার প্রচুর নথি।
দেগঙ্গায় ভোটার লিস্টে সন্দেহজনক বাংলাদেশির নাম। নিজের কাকাকে মহিলার বাবা সাজিয়ে নাম তোলানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অস্বীকার শাসক নেতার।
রাজ্যে ফের ২ জেলায় গ্রেফতার দুই বাংলাদেশি। কালিয়াচকে জালে ১। গোসাবায় পাকড়াও তিন বছর আগে বাংলাদেশ থেকে আসা খুলনার বাসিন্দা।
SIR বিতর্কের মধ্যেই বনগাঁয় সিএএ সহায়তা ক্যাম্প। বাঙালি ঐক্য মঞ্চের ব্যানারে সচেতনতা প্রচার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। ঠাকুরনগরেও সিএএ শিবির।
জোড়া কেন্দ্রের ভোটার বিহারের উপমুখ্যমন্ত্রী। আক্রমণে RJD, কংগ্রেস। আগেই একটি কেন্দ্রে নাম কাটার আবেদন। সাফাই উপমুখ্যমন্ত্রীর। জবাব চাইল কমিশন।
জোড়া ভোটার কার্ড নিয়ে পাল্টা আক্রমণ তেজস্বী যাদবের। কমিশনে জবাব দিয়েছি। যাঁরা এপিক কার্ড দেয়, তাঁরাই প্রশ্ন তুলছে! আক্রমণ বিহারের বিরোধী দলনেতার।
নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগে সরব রাহুল গান্ধী। দাবির সমর্থনে ওয়েব পেজ চালু লোকসভার বিরোধী দলনেতার। কাল সংসদ থেকে নির্বাচন কমিশন পর্যন্ত পদযাত্রা ইন্ডিয়া জোটের।
কোচবিহারে খুন যুব তৃণমূল নেতা। পঞ্চায়েত প্রধানকে ও তাঁর স্ত্রীকে দলের অনেকে পছন্দ করতেন না। বন্ধ হয়েছিল অনেক নেতা-নেত্রীর কামাই। বিস্ফোরক নিহতের বাবা। আটক ১।
মন্তেশ্বরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। আহত পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ। পাল্টা মারধরের অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির অনুগামীদের বিরুদ্ধে।
নতুন এসি লোকালের উদ্বোধনের পরই তপ্ত পরিস্থিতি। দমদম স্টেশনে তুমুল উত্তেজনা। সুকান্তকে দেখে স্লোগান তৃণমূলের। তৃণমূল-বিজেপি সমর্থদের মধ্যে ধস্তাধস্তি।
শিয়ালদা স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব সুকান্তর। নাম হোক স্বামী বিবেকানন্দর নামে। পাল্টা তৃণমূল।
রাজ্যে জমি জটে আটকে বহু রেল প্রকল্প। তৃণমূলকে আক্রমণ সুকান্তর। ১০০ দিনের কাজ, আবাসে বরাদ্দ বন্ধের প্রসঙ্গ টেনে পাল্টা জবাব দেবাংশুর।
বাংলার মানুষকে বঞ্চনা করলে ঘেরাও করুন। বিজেপি সাংসদ-বিধায়কদের ঘেরাওয়ের হুঁশিয়ারি পাত্রসায়রের তৃণমূল নেতার। ঘেরাও ছাব্বিশে হবে, পাল্টা বিজেপি।
রাজ্যের প্রথম এসি লোকালের যাত্রা শুরু। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত ছুটল ট্রেন। দু-দিকেই দরজা। প্রত্যেক কামরায় সিসিটিভি, টক ব্যাক।
বালিগঞ্জ সার্কুলার রোডে অভিজাত আবাসনে আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু। আত্মহত্যা, অনুমান পুলিশের। সাঁকরাইলে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য।
Bengal News Live: কারখানায় কাজ করার সময় মৃত্যু শ্রমিকের
দুর্গাপুরের কাকসায় বেসরকারি কারখানায় রাতে শিফটে কাজ চলাকালীন ক্রেন এর তার ছিড়ে পড়ে একজন শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয় ও আরো দুই শ্রমিক আহত হয় যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক ,বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনকে।
News Live Updates: গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা প্রতারনা মামলায় গ্রেফতার জামালপুর উপ ডাকঘরের তৎকালীন পোস্ট মাস্টার
পূর্ব বর্ধমানের জামালপুর উপ-ডাকঘরের আমানতকারীদের লক্ষ লক্ষ টাকা প্রতারণা কাণ্ডে এবার সিআইডির হাতে গ্রেফতার হতে হল তৎকালীন উপ ডাকঘরের পোস্ট মাস্টারকে। ধৃতের নাম বিদ্যুৎ সুর। রবিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার বুলচন্দ্রপুরে। তাঁর বাড়ি থেকে বিদ্যুৎ সুরকে গ্রেফতার করে সিআইডি।






















