WB News Live Blog Update : বিপুল জয়ের পর সন্ধেয় দিল্লিতে বিজেপির সদর দফতরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Bengai News Live Update : এক্সিট পোলে এগিয়ে NDA, দ্বিতীয় স্থানে মহাগঠবন্ধন, কী হবে বিহার ভোটের ফল? সেই সঙ্গে বাংলার খবর এই ব্লগে।
LIVE

Background
- কে বসছেন বিহারের কুর্সিতে? নীতীশ কুমার না তেজস্বী যাদব? কে হাসবেন শেষ হাসি? কোন সরকারের উপরই বা ভরসা রাখল মানুষ? আর কয়েক ঘণ্টা পরই জানা যাবে তার উত্তর। ২৪৩টি বিধানসভা আসন বিশিষ্ট বিহারে, সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন। ২০২০ সালের বিধানসভা ভোটে RJD পেয়েছিল ৭৫টি আসন। কংগ্রেস পেয়েছিল ১৯টি আসন। বিজেপি ৭৪টি এবং JDU ৪৩টি আসনে জিতেছিল। তবে তৃতীয় স্থানে থেকেও বিজেপির হাত ধরে মুখ্যমন্ত্রী হন জেডিইউ-র নীতীশ কুমার। এবার কী হবে?
- দিল্লির মতো আরও চার-চারটি শহরে বিস্ফোরণ ঘটানোর ছক ছিল জঙ্গিদের। নিশানায় ছিল রামমন্দিরও। বাবরি ধ্বংসের বদলা নিতে দিন হিসেবে বেছে নেওয়া হয়েছিল ৬ ডিসেম্বরকে। গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে এমনই দাবি করা হয়েছে সংবাদসংস্থা সূত্রে।
- দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদই খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রতিষ্ঠার সময় থেকে তৃণমূলে থাকলেও, ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন তিনি।২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হিসেবে জিতে আসেন। কিনতু, তারপরই তৃণমূলের অফিসে দেখা যায় তাঁকে। এবার হাইকোর্টের নির্দেশে মুকুল রায়ের বিধায় পদই খারিজ হয়ে গেল।
WB News Live : বিপুল জয়ের পর সন্ধেয় দিল্লিতে বিজেপির সদর দফতরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বিপুল জয়ের পর সন্ধেয় দিল্লিতে বিজেপির সদর দফতরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পাটনায় JDU, বিজেপি শিবিরে উচ্ছ্বাস। ঢোলবাদ্য, লাড্ডু বিলি।
SIR in Jalpaiguri: ফের SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠল জলপাইগুড়িতে
ফের SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠল জলপাইগুড়িতে। রাজগঞ্জের কামারভিটা এলাকায় ভুবনচন্দ্র রায় নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয় গতকাল রাতে। পরিবারের দাবি, মেয়ের এনুমারেশন ফর্ম না মেলায় চিন্তায় ছিলেন তিনি। মেয়ের বিয়ে হতে গেলেও এতদিন বাপের বাড়ির ঠিকানাতেই ভোট দিতেন তিনি। এবার বাড়ির সকলের ফর্ম এলেও মেয়ের ফর্ম আসেনি। সেই চিন্তায় ভুবনচন্দ্র রায় আত্মঘাতী হন বলে দাবি পরিবারের। গত ৭ তারিখে জলপাইগুড়ে সদর ব্লকে SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছিল। সাত দিনের মধ্যে ফের একই অভিযোগ উঠল।






















