WB By Election 2024: শুভেন্দুকে সেন্সরের দাবি TMC-র, 'কমিশনের নির্বাচনী আচরণবিধি ভাঙছেন..'
TMC ON Suvendu To EC: শুভেন্দু অধিকারীকে সেন্সরের দাবি তৃণমূল কংগ্রেসের, কী অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে ?
কলকাতা: দোরগড়ায় উপনির্বাচন। ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ তৃণমূল। এবার শাসকদলের অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীকে সেন্সরের দাবি তৃণমূল কংগ্রেসের।
'কমিশনের তৈরি করা নির্বাচনী আচরণবিধি ভাঙছেন শুভেন্দু'
অভিযোগ, 'কমিশনের তৈরি করা নির্বাচনী আচরণবিধি ভাঙছেন রাজ্যের বিরোধী দলনেতা। সাম্প্রদায়িক মেরুকরণ, প্রতিহিংসার পরিস্থিতি তৈরি করতে চাইছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ভাষণের পেন ড্রাইভ জমা দেওয়া হয়েছে কমিশনের কাছে', মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, তিনি এ নিয়ে দিল্লির সঙ্গে কথা বলবেন, দাবি কুণাল ঘোষের।
৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল
উল্লেখ্য, ৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। 'কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটে জিততে চাইছে বিজেপি। বিজেপিকে ভোট দেওয়ার জন্য সরাসরি সওয়াল করছে কেন্দ্রীয় বাহিনী'।কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, পুলিশ ও অশোক স্তম্ভের অপমানের অভিযোগ। সুকান্তকে শোকজ করুক নির্বাচন কমিশন, দাবি তৃণমূলের।
সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সরব হয়েও কমিশনে অভিযোগ জানায় তৃণমূল
বিধানসভা উপনির্বাচনের আগে এবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল । গত শনিবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে যায় তৃণমূলের পাঁচ সাংসদের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনার সময় না দেওয়ায় জাতীয় নির্বাচন কমিশনের অফিসে অভিযোগ জানান তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের। সুকান্ত মজুমদারের এক মন্তব্য়ের বিরুদ্ধে সরব হয়েও জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল।
কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল
এই প্রেক্ষিতে গতকাল সন্ধেয় জাতীয় নির্বাচন কমিশনের তরফে আজ বিকেল সাড়ে তিনটের সময় দেখা করার জন্য় সময় দেওয়া হয়। পাল্টা চিঠি দিয়ে তৃণমূলের অভিযোগ, নির্বাচনের প্রচার শেষ হওয়ার ৯০ মিনিট আগে সময় দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশন দেরিতে উত্তর দিয়ে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে। ঘটনায় জাতীয় নির্বাচনের কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল ।
আরও পড়ুন, বেলঘরিয়ায় শ্যুটআউট, ব্যবসায়ীর গাড়িতে গুলিকাণ্ডে হেফাজতে সুবোধ সিং-সহ ১১
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।