West Bengal Corona Updates : দুর্গাপুর মহকুমা হাসপাতালে জ্বরে আক্রান্ত ৩ শিশুর করোনা
উদ্বেগ বাড়িয়ে, দুর্গাপুর মহকুমা হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হওয়া ৩ শিশু করোনা আক্রান্ত হয়েছে। তিনজনেরই বয়স ১ বছরের কম।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : শিশুদের জ্বরে আক্রান্ত হওয়া নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ! জ্বর নিয়ে এখনও বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। এরইমধ্যে উদ্বেগ বাড়িয়ে, দুর্গাপুর মহকুমা হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হওয়া ৩ শিশু করোনা আক্রান্ত হয়েছে। তিনজনেরই বয়স ১ বছরের কম।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা হাসপাতালে, যে তিন শিশুর কোভিড ধরা পড়েছে তাদের পেডিয়াট্রিক ওয়ার্ড থেকে স্থানান্তরিত করা হয়েছে কোভিড ওয়ার্ডে। যেহেতু করোনা আক্রান্ত ৩ শিশু পেডিয়াট্রিক ওয়ার্ডে ছিল, তাই ওই ওয়ার্ডের সব শিশুরই করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পশ্চিম বর্ধমানের সহকারী স্বাস্থ্য আধিকারিক কেকা মুখোপাধ্যায় জানান, পিডিয়াট্রিক ওয়ার্ডে ভিড় যাতে না থাকে, কোভিড বিধি যাতে মানা হয় তার অনুরোধ করব হাসপাতালের সুপারকে। হাসপাতাল থেকে যাতে সংক্রমণ না ছড়ায়, তা খেয়াল রাখতে হবে।
রবিবার পর্যন্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি রয়েছে ৫০ জন শিশু। এই হাসপাতালে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়ার পর ১৫ জন শিশু আরও বেশি অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে দাবি, ওই শিশুদের অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন শিশুদের দেওয়া হয়, তা সরকারিভাবে সরবরাহ করা হয়নি। মজুত না থাকায়, বাইরে থেকে কেনা হয়। ওই ইঞ্জেকশন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জেলায় জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা! হাসপাতালে উপচে পড়ছে ভিড়! অন্যান্য জেলার মতো, একই ছবি পশ্চিম বর্ধমানেও। এই উদ্বেগ আরও বাড়িয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঘটনা। কিছুদিন আগে অভিযোগ ওঠে, শুক্রবার শিশুদের একটি ইঞ্জেকশন দেওয়ার পরেই আরও বেশি অসুস্থ হয়ে পড়ে তারা। ১৫ জন শিশুর শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে ৩ শিশুকে স্থানান্তরিত করা হয় CCU-তে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এখন তাদের সকলের অবস্থাই স্থিতিশীল।
ইঞ্জেকশন দেওয়ার পর শিশুদের আরও অসুস্থ হয়ে পড়ার ঘটনায় হাসপাতালে উত্তেজনা ছড়ায়। নার্সিং স্টাফদের ঘিরে শুক্রবার রাতেই বিক্ষোভ দেখায় অসুস্থ শিশুদের পরিবার। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে নিউটাউনশিপ থানার পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। হাসপাতাল সূত্রে খবর, যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়ার পর শিশুর অসুস্থ হয়ে পড়েছে তা পরীক্ষা করে দেখা হবে। এই ঘটনা ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা