WB Corona Cases: আলিপুরদুয়ার, কালিম্পং-এ করোনায় আক্রান্ত ১ জন, সংক্রমণের শীর্ষে কলকাতা
WB Corona Update: এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ জন। শুরু থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা ১৯,৬৭৬। গতকাল রাজ্যে মৃত্যু হয়েছিল ৯ জনের।
কলকাতা: গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৬৫ জন। সোমবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৪১৪ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্য়া বেড়ে হল ১৬,২৭,৪৯০ জন। সরকারি হিসেবে এদিন রাজ্যে করোনা সংক্রমিতের সক্রিয় রোগীর সংখ্যা ৭,৪৭৪ জন। গতকালের থেকে সংখ্যাটা ১৫ জন কম।
এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ জন। শুরু থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা ১৯,৬৭৬। গতকাল রাজ্যে মৃত্যু হয়েছিল ৯ জনের। এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪২২ জন। শুরু থেকে এখনও পর্যন্ত সবমিলিয়ে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬,০০,৩৪০ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।
WB COVID-19 Daily Health Bulletin: 20 December 2021. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) December 20, 2021
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ২০ ডিসেম্বর ২০২১। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/TPH7UPrvG4
দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়লেও, করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৮১।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৬৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৭ হাজার ৫৫৪ জনের।আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৪৬ হাজার ৮৩৮। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৩ লক্ষ ৫৪ হাজার ৪৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৪৬ লক্ষ ৮৫ হাজার ৭৪৬।