(Source: ECI/ABP News/ABP Majha)
WB Corona Cases: রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৬,১৫৩, মৃত ৮
Corona Update: গতকাল রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হন ৪,৫১২ জন। গতকালের তুলনায় একলাফে সংক্রমিতের সংখ্যা বাড়ল ১,৬০০-রও বেশি। শুধুমাত্র কলকাতাতেই একদিনে আক্রান্ত ৩,১৯৪ জন, মৃত ২ জন।
কলকাতা: ফের রাজ্যে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা। একদিনে করোনা আক্রান্ত ৬,১৫৩ জন, মৃত ৮ জন।
গতকাল রাজ্যে নতুন করে সংক্রমিতের সংখ্যা ছিল ৪,৫১২। গতকালের তুলনায় একলাফে সংক্রমিতের সংখ্যা বাড়ল ১,৬০০-র বেশি। শুধুমাত্র কলকাতাতেই একদিনে আক্রান্ত ৩,১৯৪ জন, মৃত ২ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৯৯৪ জন, মৃত ৩ জন।
রাজ্যে করোনা সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে হাওড়া। কলকাতার পাশের এই জেলায় একদিনে করোনা আক্রান্ত ৫৯৫ জন, মৃত ১।
রাজ্যে করোনার পাশাপাশি ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এই পরিস্থিতিতে কাল থেকে ফের জারি কড়া বিধিনিষেধ।
আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানিয়েছেন, ‘কাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা। বেসরকারি অফিসেও ৫০ শতাংশ হাজিরা। সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন কাল থেকে বন্ধ। চিড়িয়াখানা সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। শপিং মলে ৫০ শতাংশ প্রবেশ। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে। অনুষ্ঠান হলে ৫০ শতাংশ উপস্থিতি। বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি। শেষকৃত্যে যেতে পারবেন সর্বোচ্চ ২০ জন। সন্ধে ৭টার পর সব লোকাল ট্রেন বন্ধ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরো সময় চলবে মেট্রো। ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু থাকবে সিনেমা হল। রাত ১০টার পর বন্ধ থাকবে সিনেমা হল। ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে কাল থেকে নিষেধাজ্ঞা। অন্য দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক। ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার।’
মুখ্যসচিব আরও জানিয়েছেন, ‘৫-এর বেশি করোনা আক্রান্ত হলে মাইক্রো কনটেনমেন্ট জোন। কলকাতায় ১১টি জায়গা চিহ্নিত। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি কড়া বিধিনিষেধ।’
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )