এক্সপ্লোর
West Bengal News Live : শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদ, বিকাশভবনে যাচ্ছেন না অভিজিৎ
যোগ্যদের চাকরি ফেরাতে ফর্মুলা নিয়ে আজ শিক্ষামন্ত্রীর কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্রাত্য মারফত চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানেই নির্ঘণ্ট নির্ধারণ।
Key Events

জেলা থেকে জেলা আরও খবর।
Source : https://bengali.abplive.com/
Background
- তৃণমূলের সংসদীয় দলে গৃহযুদ্ধ! কীর্তি আজাদ থেকে শুরু করে সৌগত রায় ও এক মহিলা সাংসদ। একযোগে দলের তিন সাংসদকে নিশানা করলেন কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য, সোশাল মিডিয়ায় কয়েকটি ভিডিও পোস্ট করেছেন। তারপর সাংবাদিক বৈঠক করে দলের একাংশের বিরুদ্ধেই তোপ দেগেছেন কল্য়াণ বন্দ্যোপাধ্যায়।
- সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র জঙ্গিপুর। পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগাল আন্দোলনকারীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভারই সদস্য় সিদ্দিকুল্লা চৌধুরীর। কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। অশান্তির প্রেক্ষিতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ও সুতি থানা এলাকায়, মঙ্গলবার সন্ধে ৬টা থেকে, ৪৮ ঘণ্টার জন্য BNS-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে। জঙ্গিপুর মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
- SSC-র অতিরিক্ত শূন্যপদ তৈরিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে CBI তদন্তের নির্দেশ খারিজ। প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, অনুমোদন ছিল রাজ্যপালের। হস্তক্ষেপের প্রয়োজন নেই, বলল সুপ্রিম কোর্ট। চাকরিহারাদের বাঁচাতে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের। নির্দেশ কার্যকরে প্রশাসনিক সমস্যা হচ্ছে, আগামীকাল শুনানি চেয়ে সওয়াল রাজ্যের। বিষয়টি দেখবেন বলে জানালেন প্রধান বিচারপতি।
15:04 PM (IST) • 09 Apr 2025
WB News Live : শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদ, বিকাশভবনে যাচ্ছেন না অভিজিৎ
কসবা DI অফিসে চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে আজ বিকাশভবনে যাচ্ছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিকাশভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা ছিল বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতির।
15:03 PM (IST) • 09 Apr 2025
Jangipur News : অশান্ত জঙ্গিপুর, প্রাণ বাঁচাতে দোকানে পুলিশ
সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় যখন জঙ্গিপুর জ্বলছে, তখন পুলিশের পাশে দাঁড়িয়েছেন মুসলিমরা। ইমরান হকের দোকানেই আশ্রয় নিয়েছিলেন পুলিশ কর্মীরা। ব্যবসায়ীর দাবি, হাত জোড় করে প্রাণভিক্ষা চান উর্দিধারীরা। দোকানের শাটার নামাতে অনুরোধ করেন তাঁরা। উন্মত্ত জনতা দোকানে চড়াও হলেও পুলিশ কর্মীদের প্রাণরক্ষার জন্য শাটার খোলেননি ব্যবসায়ী। তার জেরে তাঁর দোকানেও ভাঙচুর চলে।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update






















