Duare Sarkar: রাজ্যে বাড়ছে করোনা, বাতিল জেলায় জেলায় দুয়ারে সরকার কর্মসূচি
Duare Sarkar Campaign Cancel: প্রতিদিন রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই আবহে বাতিল করা হয়েছে জেলায় জেলায় দুয়ারে সরকার কর্মসূচি।
কলকাতা: রবিবার থেকে রাজ্য হবে না 'দুয়ারে সরকার'। বাতিল কাল থেকে শুরু হতে চলা এই ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। প্রতিদিন রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই আবহে বাতিল করা হয়েছে জেলায় জেলায় দুয়ারে সরকার কর্মসূচি।
এদিকে, রাজ্যে রকেট গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪৫১২ জন। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৫১ জন। এক লাফে একদিনে ১০০০ জনের বেশি বাড়ল সংক্রমিতের সংখ্যা
গত ২৪ ঘণ্টায় মৃত ৯ জন। শুধু কলকাতাতেই আক্রান্ত ২৩৯৮ জন, মৃত ২। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৬৮৮ জন, মৃত ২। কলকাতার পজিটিভিটি রেট ছাব্বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, নতুন বছরের গোড়ায় ফের রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি (Duyare Sarkar) চালু হওয়ার কথা ছিল। ২ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ও ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। গতবার এই কর্মসূচি (Duyare Sarkar Project) ঘিরে বেশ কিছু অশান্তির ঘটনা প্রকাশ্যে আসে। ভোগান্তির মুখে পড়তে হয় গ্রাহকদের। নবান্ন (Nabanna) সূত্রে খবর, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সতর্ক প্রশাসন। ভিড় কমাতে কাউন্টার বাড়ানো, টেবিল-কম্পিউটার বাড়ানো ও সেন্টারে সরকারি কর্মচারির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে নবান্ন থেকে ইতিমধ্যেই সব জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল।
করোনা মোকাবিলায় কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্য সরকারের। ৩ জানুয়ারি থেকেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারির ভাবনা। কোভিড আবহে ৩ জানুয়ারির নেতাজি ইন্ডোরের ছাত্রদের অনুষ্ঠান বাতিল। নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর থাকার কথা ছিল। কবে এই অনুষ্ঠান হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। রাজ্য সরকার এই সপ্তাহকে স্টুডেন্টস উইক হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক করে, ফের রাজ্যগুলিকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তাতে ৫ দফা পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের পাশাপাশি দেশেও বাড়ছে করোনা সংক্রমণ।