ED Raid I-PAC: 'এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ', I-PAC-এ ইডির-হানা নিয়ে মমতার সমর্থনে একাধিক রাজনৈতিক দল!
Mamata Banerjee Gets Support: কলকাতায় ED অভিযান নিয়ে আক্রমণ অখিলেশ যাদবের। IPAC-এর বাড়ি-অফিসে তল্লাশি নিয়ে পোস্ট সমাজবাদী পার্টির প্রধানের।

কলকাতা: বিধানসভা ভোটের আগে ফের সংঘাত! I-PAC-এর কর্ণধারের বাড়ি ও অফিসে ED-র তল্লাশি অভিযানের মাঝেই হাজির হলেন মুখ্যমন্ত্রী! তুললেন, তৃণমূলের রাজনৈতিক নথি চুরির অভিযোগ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তল্লাশি, কোনও পার্টি অফিসকে টার্গেট করা হয়নি। সাংবিধানিক পদে থাকা ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে ফাইল ছিনিয়ে নিয়েছেন। বিবৃতিতে দাবি করেছে ED।
এদিন কলকাতায় ED অভিযান নিয়ে আক্রমণ অখিলেশ যাদবের। IPAC-এর বাড়ি-অফিসে তল্লাশি নিয়ে পোস্ট সমাজবাদী পার্টির প্রধানের। সেখানে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গে বিজেপির শোচনীয় পরাজয় হতে চলেছে, এটাই প্রথম প্রমাণ'।
মোদি-অমিত শাহকে নিশানা করে তৃণমূলের পাশে আম আদমি পার্টি। বলা হয়েছে, 'এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ। যে রাজ্যেই ভোট, সেখানেই ED। তৃণমূলের অফিসে লুঠ, এটা লোকতন্ত্র নয়, লুঠতন্ত্র'।
পাশাপাশি প্রতীক জৈনের বাড়ি এবং IPAC-এর অফিসে ইডি হানা নিয়ে সরব অভিষেক মনু সিংভি। তিনি বলেন, 'বিশ্বাসযোগ্যতা হারিয়ে এবার ইডির নজরে রাজনৈতিক পরামর্শদাতা। IPAC-এর অফিসে ইডির তল্লাশি বিজেপির আরও একটা ভয়ভীতির কৌশল।' সোশাল মিডিয়ায় বার্তা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভির।
এদিকে, পাল্টা কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, 'কুখ্যাত, বিখ্যাত I-PAC-র জন্য
ED now raids political consultants because it has failed to raid facts, truth or credibility. IPAC raid in Kolkata is yet another chapter in the BJP’s playbook of coercion.
When democracy is inconvenient, agencies are weaponised.
— Abhishek Singhvi (@DrAMSinghvi) January 8, 2026 href="https://bengali.abplive.com/topic/mamata-banerjee" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় যন্ত্রণা। IPAC-র জন্য মুখ্যমন্ত্রীর এত মাথাব্যথা কেন, নিশ্চই কোনও রহস্য আছে'। ED-র অভিযানের মধ্যেই মুখ্যমন্ত্রীর হাজিরাকে কটাক্ষ অধীর চৌধুরীর।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ইডি তৃণমূলের IT সেলের অফিসে তল্লাশি চালাচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রার্থী তালিকা, হার্ড ডিস্ক, দলের রণকৌশল, সবকিছু বাজেয়াপ্ত করার চেষ্টা করছে ED। এটাই কি অমিত শাহর কাজ? অমিত শাহ সবচেয়ে খারাপ স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যদি বিজেপির অফিসে তল্লাশি চালাই, তাহলে কী হবে? সেক্টর ফাইভে পার্টির আইটি অফিসেও তল্লাশি চালাচ্ছে ED। ইডি তৃণমূলের IT সেলের অফিসে তল্লাশি চালাচ্ছে, এটা অত্যন্ত দূর্ভাগ্যজনক। প্রার্থী তালিকা, হার্ড ডিস্ক, দলের রণকৌশল, সবকিছু বাজেয়াপ্ত করার চেষ্টা করছে ED। এটাই কি অমিত শাহর কাজ? অমিত শাহ সবচেয়ে খারাপ স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যদি বিজেপির অফিসে তল্লাশি চালাই, তাহলে কী হবে? সেক্টর ফাইভে পার্টির আইটি অফিসেও তল্লাশি চালাচ্ছে ED'।






















