Hearse Circular : শববাহী যানের ব্যবস্থা হলে তবেই ছাড়পত্র, দেহ হাসপাতাল থেকে ছাড়ার ক্ষেত্রে নির্দেশিকা জারি নবান্নর
West Bengal Government : মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা না হলে পুরসভা বা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকায়।
হাওড়া : গত কয়েকমাসে মৃতদেহ নিয়ে যাওয়া নিয়ে একের পর এক বিতর্ক দেখেছে রাজ্য। জলপাইগুড়িতে অ্যাম্বুল্যান্স না পেয়ে মায়ের দেহ কাঁধে তুলে হাঁটা শুরু করেছিলেন ছেলে। কালিয়াগঞ্জে সন্তানের দেহ ব্যাগে নিয়ে বাড়ি ফিরতে হয়েছিল বাবাকে। কারণ, একই। শববাহী গাড়ি বা নিশ্চয়যান বা কোনও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। যা মিলেছিল, তাদের বিরুদ্ধে আকাশছোঁয়া দাম চাওয়ার অভিযোগ ওঠে। এই অবস্থায় দেহ হাসপাতাল থেকে ছাড়ার ক্ষেত্রে নির্দেশিকা জারি করল নবান্ন (Nabanna)।
'শববাহী যান বা দেহ নিয়ে যাওয়ার জন্য যথাযোগ্য ব্যবস্থা হলে তবেই দিতে হবে ছাড়পত্র' দেহ ছাড়ার ক্ষেত্রে রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিকে (Medical College and Hospitals) নির্দেশিকা পাঠাল নবান্ন। মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা না হলে পুরসভা বা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকায় (Advisory)। 'পুরসভা বা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট পরিবহণের ব্যবস্থা করতে হবে', দেহ ঘিরে একের পর এক বিতর্কের পরই নির্দেশিকা নবান্নের।
প্রসঙ্গত, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমানের পর উত্তর দিনাজপুরেও দেখা গিয়েছিল একই ছবি। কিছুদিন আগেই হাসপাতাল থেকে মৃত শিশুকে আনতে গিয়ে সরকারি অ্যাম্বুল্যান্স পাননি বাবা। বেসরকারি অ্যাম্বুল্যান্সের দাবি করা ৮ হাজার টাকাও জোগাড় করতে পারেননি। শেষপর্যন্ত শেষমেশ জামাকাপড় ভর্তি ব্যাগে সন্তানকে ভরে বাড়ির পথে রওনা হন বাবা। শিলিগুড়ি থেকে বাসে কালিয়াগঞ্জে ফেরার পর শেষপর্যন্ত স্থানীয় বিজেপি কাউন্সিলরের সহায়তায় অ্যাম্বুল্যান্সে ঠাঁই পায় শিশু-সহ ব্যাগটি।
এর আগে ২০ এপ্রিল, অ্য়াম্বুল্যান্সের টাকার সংস্থান না করতে পেরে ট্রেনে করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় বর্ধমানের বাসিন্দা মেনকা কোড়ার। তার প্রায় সাড়ে ৩ মাস আগে, বেসরকারি অ্যাম্বুল্যান্সের দাবি মতো টাকা দিতে না পারায় কাঁধে করে মায়ের মৃতদেহ কাঁধে করে নিয়ে ফিরতে হয় জলপাইগুড়ির বাসিন্দাকে। এই দুই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক মর্মান্তিক ছবি উঠে আসে উত্তর দিনাজপুরে। কালিয়াগঞ্জের যে ঘটনা নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছিল।
আরও পড়ুন- বঙ্গে বৈধ-বাজি কী ? কোন কোন নিয়ম মেনে চলার কথা গাইডলাইনে ?
সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনার কথা মাথায় রেখেই শববাহী যান বা দেহ নিয়ে যাওয়ার জন্য যথাযোগ্য ব্যবস্থা না হলে ছাড়পত্রে নিষেধ ও প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল নবান্ন।
আরও পড়ুন, আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?