Cancer Medicine: বাড়তি বোঝা কমাতে উদ্যোগ, রাজ্যে কমল শতাধিক ওষুধের দাম
Swasthasathi Scheme: স্বাস্থ্য দফতরের দাবি, রোগীর পরিবারের ওপর, ওষুধের দামের বাড়তি বোঝা কমাতে, সমস্ত বিভাগের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

কলকাতা: রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে (Swasthasathi Scheme) নতুন নির্দেশিকা জারি করল সরকার। ওষুধের দামের বাড়তি বোঝা কমাতে এবার স্বাস্থ্য দফতরের তরফে, কমানো হল ১৩২টি ওষুধের দাম। যার মধ্যে অধিকাংশ ওষুধই ক্যান্সারের কেমো থেরাপি সংক্রান্ত। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চিকিৎসক মহলে।
কমল শতাধিক ওষুধের দাম: পয়লা এপ্রিল থেকে দেশ জুড়ে বেড়েছে ৭৪৮টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম। যার মধ্যে আছে ক্যানসারের ওষুধও। কেন্দ্রের এই নির্দেশিকার পরপরই এবার, রাজ্যে স্বাস্থ্যসাথী নিয়ে নতুন নির্দেশিকা জারি করল সরকার। স্বাস্থ্য দফতরের তরফে, কমানো হল ১৩২টি ওষুধের দাম। যার মধ্যে অধিকাংশই ক্যান্সারের কেমো থেরাপি সংক্রান্ত। এর পাশাপাশি, নতুন করে আরও ৯টি ওষুধও আনা হল স্বাস্থ্যসাথী কার্ডের আওতায়।
স্বাস্থ্য দফতরের দাবি, রোগীর পরিবারের ওপর, ওষুধের দামের বাড়তি বোঝা কমাতে, সমস্ত বিভাগের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আশার আলো দেখতে পাচ্ছে না চিকিৎসকদের একাংশ। চিকিৎসক ও সার্ভিস ডক্টর্স ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, "এটা কমানো হয়েছে ঠিকই, কিন্তু রোগীদের হয়রানি আরও বাড়ল। আদৌ কি সরকারের তরফে কমানো এই ওষুধ গুলো হাসপাতালে থাকবে?'' চিকিৎসক জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের সদস্য মানস গুমটা বলেন, "এটা দেখে আপাত দৃষ্টিতে ভাল লাগবে, তবে আমাদের আশঙ্কা যেভাবে হয়রানি হচ্ছে, রিফিউসাল হয়, তাতে হাসপাতালে কি এগুলো রাখা হবে, না হলে তো রোগীদের নিজেদেরকেই সব কিনতে হবে''
হোলসেল প্রাইস ইনডেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম এক ধাক্কায় ১.৭৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল ফার্মাসিউটিকাল প্রাইসিং অথরিটি অর্থাৎ NPPA-র তরফে MRP-র ঊর্ধ্বসীমা জানিয়ে দেওয়া হয়। ফলে কেন্দ্রীয় সরকারের থেকে দাম বাড়ানোর জন্য আর আলাদা করে অনুমতি নিতে হবে না ওষুধ সংস্থাগুলোকে। ১ এপ্রিল থেকে বর্ধিত দামের মধ্যে কোন কোন ওষুধ রয়েছে তালিকায়? ঘরে ঘরে থাকা প্যারাসিটামল, কিংবা ব্যাক্টিরিয়া সংক্রমণ আটকানোর জন্য ব্যবহৃত অ্যাজিথ্রোমাইসিন তো আছেই। সেই সঙ্গে অ্যানিমিয়া, ডায়াবিটিস, ক্য়ান্সারের ওষুধের দামও বেড়েছে। তালিকায় রয়েছে ভিটামিন, মিনারেলস এবং কিছু স্টেরয়েডও। এছাড়াও দাম বেড়েছে বাত, পক্স, হারপিসের ওষুধ। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক কৃমি ম্যালেরিয়ার ওষুধ থেকে অ্য়ান্টিঅ্যালার্জি ও কাশির ওষুধ। এমনকী হৃদরোগ ঠেকাতে ব্যবহৃত ইঞ্জেকশনেরও দাম বেড়েছে।






















