(Source: ECI/ABP News/ABP Majha)
WB Covid Restriction: হোলিকা দহনের জন্য করোনা বিধিনিষেধে ছাড় রাজ্যে
৩১ মার্চ পর্যন্ত বহাল করোনার বিধিনিষেধ বহাল। তবে আগামী ১৭ মার্চ রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধে ছাড় থাকছে।
কলকাতা; হোলিকা দহনের জন্য ১৭ মার্চ রাত্রিকালীন বিধিনিষেধে (Covid Restriction) ছাড়। তবে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মার্চ পর্যন্তই করোনার বিধিনিষেধ বহাল থাকছে। তবে আগামী ১৭ মার্চ রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধে ছাড় থাকছে। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে।
রাজ্যে নিয়ন্ত্রণে করোনার সংক্রমণ, গতকাল প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী ওই সময়ে রাজ্যে আক্রান্ত হয়েছিলেন মাত্র ৩৫ জন। মৃত্যু হয়েছিল ১ জনের। তবে এখনও জারি রাত্রিকালীন বিধিনিষেধ। করোনা আবহে সংক্রমণ প্রতিরোধে রাজ্যে জারি রয়েছে বিধিনিষেধ।
তবে জানুয়ারিতে এই বিধিনিষেধে ফের কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়। জানানো হয় ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা যাবে জিম। রাত ৯টা পর্যন্ত ৫০ শতাংশ উপস্থিতিতে জিম খোলায় অনুমতি মেলে। পাশাপাশি আউটডোরে ৫০ শতাংশ দর্শক নিয়ে যাত্রায় অনুমতি দেয় রাজ্য সরকার। রাত ৯টা পর্যন্ত ৫০ শতাংশ দর্শক নিয়ে যাত্রায় অনুমতি রয়েছে। হলের মধ্যে অনুষ্ঠানে ৫০ শতাংশ দর্শক কিংবা ২০০জন পর্যন্ত দর্শকে ছাড়ও দেওয়া হয়েছে। করোনা বিধি মেনে ফিল্ম-টিভির আউটডোর শ্যুটিংয়েও ছাড় দেওয়ার কথা জানানো হয় জানুয়ারিতেই।
রাজ্যের মুখ্যসচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় তখনই। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধারণ ক্ষমতায় ৫০ শকাংশ নিয়ে রাত নটা পর্যন্ত খোলা যাবে জিম। কিন্তু সেক্ষেত্রে কর্মী ও ব্যবহারকারীদের সম্পূর্ণ টিকাকরণ হতে হবে বা আরটিপিসিআর নেগেটিভ থাকতে হবে।
এর পাশাপাশি যাত্রার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। জানানো হয়, নিয়ন্ত্রিতভাবে রাত ৯টা পর্যন্ত যাত্রার ক্ষেত্রে ছাড় মিলবে। এ ক্ষেত্রে আউটডোর স্থানে ধারণ ক্ষমতার ৫০ শতাংশ বা ইনডোরের ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ জন বা ধারণ ক্ষমতার ৫০ শতাংশ। সেই সঙ্গে শারীরিক দূরত্ববিধি ও কোভিড সংক্রান্ত যথোপযুক্ত বিধি মেনে সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানের আউটডোর শ্যুটিংয়ের ছাড় দেওয়ার কথা বলা হয়েছ।