West Bengal Live News: ইডির তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে, ৫ জুন হাজিরার নির্দেশ
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

Background
২০১৪-র আগে চুরি ছিল না তৃণমূলে। এবিপি আনন্দে দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
তৃণমূলে (TMC) থাকাকালীন টাকা দিয়ে বিরোধী ভাঙাতেন, চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর।
বকলমে শুভেন্দুর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি চালানোর অভিযোগ তৃণমূলের। বাড়িতে পুলিশ গেলে ভয় নেই, কেউ তো ইডি সিবিআই ডাকলে সুপ্রিম কোর্টে (Supreme Court) যান, মন্তব্য বিরোধী দলনেতার।
৪ জুনের পর, দেশে অনেক বড় রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে, কাকদ্বীপের সভা থেকে ভবিষ্য়ৎবাণী প্রধানমন্ত্রীর (PM Modi)। মোদিকে হঠানোর তুফান আসছে, পাল্টা দাবি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের।
এবার বাম-বিজেপি সেটিং তত্ত্ব মমতার। 'দমদমে সিপিএমের ভোট বিজেপিতে, বরানগরেও সিপিএমের ভোট যাবে বিজেপিতে', দাবি মমতার (Mamata Banerjee)।
মুসলিমদের মিথ্য়া বলা হচ্ছে, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, ওবিসি রায়কে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ মোদির। পাল্টা প্রধানমন্ত্রীকে আক্রমণ তৃণমূলের।
মঙ্গলবার মোদির (PM Modi Road Show) রোড শো-র পথেই বুধবার পদযাত্রা মমতার। উনি গিয়েছিলেন রাজনীতি করতে, আমি প্রতিবাদ, মন্তব্য তৃণমূলনেত্রীর। উত্তর কলকাতাকে অবহেলার অভিযোগ তাপস রায়ের।
কয়লাকাণ্ডে (Coal Smuggling Case) সিবিআইয়ের তলব, ভোটের ফলের পর যাব, বার্তা দিয়ে গেলেন না সওকত। ও বাঘের বাচ্চা, প্রশংসা মমতার। চুলের মুঠি ধরে তুলে নিয়ে গারদে পোরা উচিত, পাল্টা শুভেন্দু।
মেটিয়াব্রুজে অভিষেকের (Abhishek Banerjee) হয়ে প্রচারে মমতা। 'ওকে আপনারা এবারও ভোট দিয়ে জেতান। আমি ওকে মাঝে মাঝে বলি, তুই যা কেন্দ্র দেখিস, কেউ পারবে না', বললেন মমতা
উত্তর কলকাতায় সুদীপ-কুণালের (Kunal Ghosh) দ্বন্দ্ব মেটাতে, এবার উদ্য়োগী স্বয়ং মমতা বন্দ্য়োপাধ্য়ায়? রোড শো-র শেষে, দু'জনকে ডেকে কথা তৃণমূলনেত্রীর।
কেন্দ্র নদীবাঁধের টাকা দেয়, আত্মসাৎ করে তৃণমূল। রেমালের পর বাংলায় এসে অভিযোগ প্রধানমন্ত্রীর। এক পয়সা দেয়নি কেন্দ্র, পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রেমালের জেরে ক্ষতিগ্রস্ত দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। ন্যাজাটে গিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষোভের মুখে মন্ত্রী পার্থ ভৌমিক।
সিএএ-তে (CAA) এবার প্রথমবার নাগরিকত্ব পেলেন বাংলার আবেদনকারীরা। শেষ দফা ভোটের আগেই সিদ্ধান্ত কেন্দ্রের।
Rituparna Sengupta: ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডির
৫ বছর পর ফের ইডির রাডারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব। ৫ জুন ঋতুপর্ণাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য তলব, খবর ইডি সূত্রের।
Loksabha Election: সজলের মুখে কেষ্টর বুলি
এবার বিজেপির সজল ঘোষের মুখে কেষ্ট-বুলি। 'ভোটে বাধা দিলে চড়াম চড়াম, গুড়-বাতাসা দেওয়া হবে', 'ওরা যে ভাষা বোঝে, সেই ভাষায় জবাব পাবে'। বার্তা সজল ঘোষের।






















