West Bengal News Live Update: DVC-র ছাড়া জল চিন্তা বাড়াচ্ছে দামোদরের নিম্ন অববাহিকার বাসিন্দাদের
WB News Live: রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...
LIVE

Background
কলকাতা : দশমীর পরে দ্বাদশী, ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। 'দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল। সুস্থ হাওয়ায় ঝিলের জলে হালকা চাঞ্চল্য পরিবেশকে আরও সুন্দর রাখুক। বাংলাকে এভাবেই নেতৃত্ব দিয়ে চলুন মমতা বন্দ্যোপাধ্যায়', দ্বাদশীতে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।
হাওড়ার ডোমজুড়ে জোড়া অগ্নিকাণ্ড। রাজাপুর দক্ষিণদাঁড়িতে থার্মোকলের কারখানায় আগুন। কারখানায় কাজ চলাকালীন আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাকুড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে রাখা বস্তাবন্দি প্লাস্টিকে আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন।
'এই নিয়ে টানা ৪ বছর কলকাতা ভারতের নিরাপদতম শহর। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর দেওয়া তথ্যে উল্লেখ', এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূল সাংসদ সাকেত গোখলের। 'বিজেপি শাসিত রাজ্যের শহরগুলির হাল খারাপ। দিল্লি এবং সুরাত তালিকার ২ ও ৩ নম্বরে। এটাই কি বিজেপির মতে কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা?', প্রশ্ন তুলে এক্স হ্যান্ডলে পোস্ট কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।
মধ্যপ্রদেশ ও রাজস্থানে পরপর শিশুমৃত্যুর ঘটনায় কাফ সিরাপ নিয়ে সতর্ক রাজ্য সরকার। সিরাপ সরবরাহকারী সংস্থা এ রাজ্যে ওষুধ দেয় কি না জানতে খোঁজ। বিভিন্ন ওষুধ ডিস্ট্রিবিউটর সংস্থাকে খোঁজ নিয়ে দেখতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোলও। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের অ্যাডভাইসরি রাজ্যের সর্বত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই সিরাপ বিক্রি করতে নিষেধ করেছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। শ্রেসান ফার্মাসিউটিক্যালসের কোল্ডরিফ কাফ সিরাপ-সহ ১৯ রকমের ওষুধ ব্যান করেছে তামিলনাড়ু। ওড়িশা সরকার ওই সংস্থার ওষুধের স্টক ফ্রিজ করেছে। রাজস্থান সরকার জয়পুরের কেসনস ফার্মার ১৯টি ওষুধ ব্যান করেছে। রাজস্থানের ড্রাগ কন্ট্রোলার রাজারাম শর্মাকে সাসপেন্ড করা হয়েছে।
আগামীকাল দুর্গাপুজোর বিসর্জন কার্নিভাল। দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টরফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত আপ ও ডাউনে ৬টি অতিরিক্ত মেট্রো চলবে। রাতের শেষ মেট্রোর পর, ২০ মিনিট অন্তর মিলবে এই পরিষেবা। ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি স্টেশন থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ৩, রাত ১০টা ২৩ এবং রাত ১০টা ৪৩ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে ব্রিজিগামী মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৩, রাত ১০টা ১৩ এবং রাত ১০টা ৩৩ মিনিটে। গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ২০, রাত ১০টা ৪০ এবং রাত ১১টায়। একইভাবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো রাত ১০টা ২০, রাত ১০টা ৪০ এবং রাত ১১টায় ছাড়বে।
West Bengal News Live Update: DVC-র ছাড়া জল চিন্তা বাড়াচ্ছে দামোদরের নিম্ন অববাহিকার বাসিন্দাদের
নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমেছে। কিন্তু DVC-র ছাড়া জল চিন্তা বাড়াচ্ছে দামোদরের নিম্ন অববাহিকার বাসিন্দাদের। রাজ্যের ৫ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেচ দফতর সূত্রে খবর, বিকেল পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসি, পঁচাত্তর হাজার ছশো পঞ্চাশ কিউসেক জল ছেড়েছে।
WB News Live Update: রবিবাসরীয় রেড রোডে, কাল জমকালো পুজো-কার্নিভাল, তুঙ্গে শোভাযাত্রার মেগা প্রস্তুতি
পুজো শেষ, কিন্তু উৎসবের রেশ এখনও রয়ে গেছে বাংলাজুড়ে। এই আবহে ফের ঠাকুর দেখার ব্যবস্থা করেছে রাজ্য় সরকার! রবিবাসরীয় রেড রোডে, কাল জমকালো পুজো-কার্নিভাল। উমা বিসর্জনের আগে তাই এখন তুঙ্গে শোভাযাত্রার মেগা প্রস্তুতি। কাল পুজো কার্নিভালে অংশ নেবে কলকাতা ও শহরতলির একশো ষোলোটা পুজো। নিজের ডান্স ট্রুপ নিয়ে আজ কার্নিভালের মঞ্চের সামনে রিহার্সাল করেন ডোনা গঙ্গোপাধ্য়ায়। মুখ্য়সচিবের পর সন্ধেয় কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন কলকাতার পুলিশ কমিশনারও।






















