West Bengal News Live: উলুবেড়িয়া-রামনগরে SIR-আতঙ্কে মৃত্যুর অভিযোগ, বাড়ি বাড়িতে BLO-রা
Bengal SIR News Live Update: রাজ্য, জেলা ও আপনার শহরের বিভিন্ন প্রান্তের নানা খবরের এক ঝলক এক ক্লিকেই আপনার হাতের নাগালে - - -
LIVE

Background
১। বাড়ি বাড়িতে বিএলরাও। SIR-এর ফিল্ড ওয়ার্ক শুরুর দিনই তৃণমূলের মহামিছিল। সোদপুর থেকে আগরপাড়া পর্যন্ত মিছিল শুভেন্দুর।
SIR উত্তাপ
২। হাতে সংবিধান, SIR বিরোধিতায় পথে মমতা-অভিষেক। রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল। (অ্যাম্বি...)
তৃণমূলের মেগা মিছিল
৩। ছাব্বিশের আগে SIR নিয়ে চড়ছে পারদ। BLO-দের কাজ শুরুর দিনই
তৃণমূলের মেগা র্যালি। কেন্দ্রের বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে মিছিল।
হাতে সংবিধান, পথে মমতা
৪। (শুভেনদু - ভারতীয়দের মিছিল নয়, জামাতিদের মিছিল) (শশী - কর্মসূচি নিয়ে একলাইন)
পথে তৃণমূল, আক্রমণে বিজেপি
৫। প্রশাসনের না। সিঙ্গল বেঞ্চের অনুমতি নিয়ে পথে শুভেন্দু। SIR ইস্যুতে সোদপুর থেকে আগরপাড়া পর্যন্ত মিছিল( শুভেনদু - একলাইন সট)
SIR ইস্যুতে পথে শুভেন্দু
৬। শুরু SIR-এর ফিল্ডওয়ার্ক। ভোটারদের বাড়ি বাড়ি বিএলও-রা। দিচ্ছেন এনুমারেশন ফর্ম, ফোন নম্বর। সমস্যা হলে যোগাযোগের পরামর্শ। বিএলও-দের সঙ্গী BLA-রা।
দুয়ারে BLO
৬এ। কলকাতা থেকে জেলা, সাতসকালেই বাড়ির দরজায় BLO। (অ্যাম্বি....)
এনুমারেশন বোঝাচ্ছেন BLO
৭। হাওড়ায় বাধার মুখে বিএলও। ৪৬ নম্বর ওয়ার্ডে পরিচয়পত্র দেখাতে না পারায় বাধা বাসিন্দাদের। আজকের মতো বন্ধ এনুমারেশনের কাজ। পরিচয়পত্র দেয়নি কমিশন। দাবি বিএলওর।
হাওড়ায় BLO-কে 'বাধা'
৮। ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ ঘিরে উলুবেড়িয়ায় তোলপাড়। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। SIR আতঙ্কে আত্মঘাতী, দাবি পরিবারের।
ফের মৃত্যু, ফের অভিযোগ
৯। এবার রামনগরে SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ২০০২-এর তালিকায় বাবার নাম ভুল। সেই আতঙ্কেই মৃত্যু। দাবি তৃণমূলের। অন্য কারণে মৃত্যু। পাল্টা বিজেপির।
ফের 'SIR আতঙ্কে মৃত্যু'?
৯এ। হুগলিতে ফের শাসকের গোষ্ঠীকোন্দল। ২৪ ঘণ্টার মধ্যেই ভেঙে দেওয়া হল তৃণমূলের নতুন কমিটি। SIR ও ভোটের কাজে কর্মীরা ব্যস্ত থাকায় সিদ্ধান্ত। দাবি জেলা নেতৃত্বের।
শাসক কোন্দলে ভাঙল কমিটি
১০। আমেরিকান সেন্টারের সামনে সন্দেহজনক ঘোরাঘুরি, ছবি তোলার অভিযোগ। গ্রেফতার ব্যক্তি। আর্থিক দুর্নীতির মামলায় 'ওয়ান্টেড'। কেন ঘোরাঘুরি, ছবি জানতে জিজ্ঞাসাবাদ।
আমেরিকান সেন্টারের সামনে ধৃত
১১। দিঘার জগন্নাথ মন্দিরে ধাম শব্দ ব্যবহার নিয়ে জনস্বার্থ মামলা খারিজ। বিশ্ব হিনদু পরিষদের মামলা খারিজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সমপূর্ণ নথি দিয়ে নতুন মামলার সুযোগ।
জগন্নাথ মন্দির-মামলা খারিজ
১২। হরিদেবপুরে শ্যুটআউট, গ্রেফতার আরও ১। ধৃতের কাছ থেকে উদ্ধার হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। সম্পর্কের টানাপোড়নেই হামলা, অনুমান পুলিশের।
শ্যুটআউটে ধৃত আরও ১
----
SIR নিয়ে সংঘাতের আবহেই বাড়ি বাড়ি BLO-রা। কলকাতায় তৃণমূলের মেগা র্যালি। পথে শুভেনদুও। উলুবেড়িয়া-রামনগরে SIR-আতঙ্কে মৃত্যুর অভিযোগ।
ছক ভাঙা ৬টা
সন্ধে ৬
SIR নিয়ে তেতে উঠছে বাংলার রাজনীতি, আজ মিছিল-পাল্টা মিছিল>
SIR-চক্রান্তের অভিযোগে কলকাতায় ‘মহামিছিল’ মুখ্যমন্ত্রী ও অভিষেকের>
ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
কোর্টের অনুমতি নিয়ে আজই সোদপুর থেকে আগরপাড়া মিছিল শুভেন্দুর ।
সংঘাতের আবহে বাড়ি-বাড়ি ফর্ম বিলি BLO-দের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
শিক্ষকদের পর এবার সামনে এল দাগি শিক্ষাকর্মীদের নাম। ৩ হাজার ৫১২ জন অযোগ্যর নাম প্রকাশ SSC-র, ফের উঠে এল তৃণমূল-যোগ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
জীবনকৃষ্ণের জামিন-রায় ব্যাঙ্কশাল কোর্টে, সুজয়কৃষ্ণের জামিন-শুনানি হাইকোর্টে।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
WB News Live Update: জগন্নাথ মন্দির-মামলা খারিজ
দিঘার জগন্নাথ মন্দিরে ধাম শব্দ ব্যবহার নিয়ে জনস্বার্থ মামলা খারিজ। বিশ্ব হিনদু পরিষদের মামলা খারিজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সমপূর্ণ নথি দিয়ে নতুন মামলার সুযোগ।
WB News Live: শাসক কোন্দলে ভাঙল কমিটি
হুগলিতে ফের শাসকের গোষ্ঠীকোন্দল। ২৪ ঘণ্টার মধ্যেই ভেঙে দেওয়া হল তৃণমূলের নতুন কমিটি। SIR ও ভোটের কাজে কর্মীরা ব্যস্ত থাকায় সিদ্ধান্ত। দাবি জেলা নেতৃত্বের।






















