West Bengal News Live: সরস্বতী পুজো ঘিরে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের দুই বিভাগে বেনজির সংঘাত, কলেজের বাইরে বন্দুক হাতে পাহারায় পুলিশ
WB News Live: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
LIVE

Background
Swaraswati Puja 2025: উচ্চতম দুর্গা তো ছিলই এবার বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী দেখার সুযোগ বাটানগরে
উচ্চতম দুর্গা তো ছিলই এবার বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী দেখার সুযোগ বাটানগরে। ১১১ ফুটের সরস্বতী মূর্তি। দীর্ঘদিন ধরেই বাটানগরে বাগদেবীর আরাধনা করে আসছে বাটানগর স্কোয়াড এবং ক্রিয়েশন নামে দু'টি ক্লাব । তবে বড় পুজোর স্বার্থে এই প্রথমবার ক্লাব দুটি যৌথভাবে পুজো করছে।
West Bengal News Live: কাঁকুড়গাছি রেল ব্রিজের নীচে বাস-লরি সংঘর্ষ, আহত ৪ বাসযাত্রী
কাঁকুড়গাছি রেল ব্রিজের নীচে বাস-লরি সংঘর্ষ। রং রুটে ঢুকে পড়েছিল বেসরকারি বাস। উল্টো দিক থেকে আসা লরিতে ধাক্কা যাত্রীবাহি বাসের। বাস-লরি সংঘর্ষে আহত ৪ বাসযাত্রী। ঘটনার পর পলাতক বাস ও লরি চালক।
WB News Live: উত্তর দিনাজপুরের ইসলামপুরের নিখোঁজ নাবালিকার দেহ মিলল বিহারের কিষাণগঞ্জে
উত্তর দিনাজপুরের ইসলামপুরের নিখোঁজ নাবালিকার দেহ মিলল বিহারের কিষাণগঞ্জে। আর এই ঘটনাতেই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষণ-খুনের অভিযোগ তুলেছে পরিবার। শনিবার বিহারের কিষাণগঞ্জের পঠিয়া থানা এলাকার একটি ভুট্টা খেত থেকে নাবালিকার ক্ষতবিক্ষত বিবস্ত্র দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই প্রতিবেশী যুবক পলাতক। ঘটনায় ইসলামপুর থানার সঙ্গে তদন্তে নেমেছে বিহার পুলিশ।
West Bengal News Live: নৈহাটিতে তৃণমূল কর্মীকে খুনের দু’দিন পর ১ জনকে গ্রেফতার করল পুলিশ
নৈহাটিতে তৃণমূল কর্মীকে খুনের দু’দিন পর ১ জনকে গ্রেফতার করল পুলিশ। যদিও মূল অভিযুক্ত এখনও অধরা। ধৃতের পরিবারের দাবি, পুরনো শত্রুতার জেরে খুন। অন্যদিকে, ব্যারাকপুরের পুলিশ কমিশনার বদলের পরেই গুলি করে খুনের তত্ত্ব ওড়ালেন তৃণমূল সাংসদ। পার্থ ভৌমিকের নিশানায় অর্জুন সিং। পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতা।
WB News Live: আর জি কর মেডিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
আর জি কর মেডিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার কামারহাটির ESI কোয়ার্টার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। মায়ের সঙ্গে ESI কোয়ার্টারে থাকতেন MBBS-এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী আদতে বিহারের বাসিন্দা। অবসাদে আত্মঘাতী বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
