West Bengal News Live: সরস্বতী পুজো ঘিরে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের দুই বিভাগে বেনজির সংঘাত, কলেজের বাইরে বন্দুক হাতে পাহারায় পুলিশ
WB News Live: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও লেদার কমপ্লেক্সের রাসায়নিক বর্জ্য পরিষ্কারে ম্যানহোলে নামানো হল শ্রমিকদের। তলিয়ে গেলেন ৩ শ্রমিকই। দীর্ঘক্ষণ পরে উদ্ধার দেহ।
ম্যানহোলে শ্রমিক নামানো চলছে, জানতাম না। এলাকায় গিয়ে সাফাই ফিরহাদের। কড়া পদক্ষেপের প্রতিশ্রুতি।
সরস্বতী পুজো ঘিরে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের দুই বিভাগে বেনজির সংঘাত। কলেজের বাইরে বন্দুক হাতে পাহারায় পুলিশ। আই কার্ড দেখিয়ে পুজোয় ঢুকতে হল পড়ুয়াদের।
শিক্ষামন্ত্রীকে দেখেই স্লোগান পড়ুয়াদের। পুজোর সময় শুনব না, সাফ জানালেন মালা
ফের মালদা। এবার মানিকচকের সাবিত্রী মিত্রর গাড়িতে হামলার অভিযোগ। পিছনে বড় মাথা, অভিযোগ শাসক বিধায়কের।
নৈহাটিতে প্রকাশ্যে তৃণমূলকর্মীকে নৃশংসভাবে খুন। নতুন সিপি দায়িত্ব নেওয়ার পরেই প্রথম গ্রেফতার। ধৃত ব্যক্তি মূল অভিযুক্তর শ্যালক। এখনও খোঁজ মেলেনি মূল অভিযুক্তর।
নৈহাটিতে খুনের পরে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকরা। বেশ কয়েকজনের বাড়ি-দোকান ভাঙচুর। অভিযোগ বিজেপির। অর্জুনকে নিয়ে এলাকায় গেলেন সুকান্ত মজুমদার।
সরস্বতী পুজোর আগে শিক্ষাঙ্গনে শাসক নেতার তাণ্ডব। পা ভাঙল ফরাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষকের। ১ শিক্ষক গ্রেফতার। FIR-এ নাম তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যর।
বাজেটে লক্ষ্মীলাভ রেলেরও। বরাদ্দ বেড়ে ২ লক্ষ ৫২ হাজার কোটি। গতবারের তুলনায় যাত্রী সুরক্ষায় বরাদ্দ বাড়ল ২ হাজার কোটি। বাড়তি বরাদ্দে তৈরি হবে বহু আধুনিক ও জেনারেল কোচ।
সপরিবারে সৌরভ থেকে গায়িকা অদিতি মুন্সি, অভিনেত্রী অপরাজিতা-স্বাগতা থেকে পরিচালক রাজ চক্রবর্তী, বাগদেবীর আরাধনায় মাতলেন সেলেবরা।
Swaraswati Puja 2025: উচ্চতম দুর্গা তো ছিলই এবার বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী দেখার সুযোগ বাটানগরে
উচ্চতম দুর্গা তো ছিলই এবার বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী দেখার সুযোগ বাটানগরে। ১১১ ফুটের সরস্বতী মূর্তি। দীর্ঘদিন ধরেই বাটানগরে বাগদেবীর আরাধনা করে আসছে বাটানগর স্কোয়াড এবং ক্রিয়েশন নামে দু'টি ক্লাব । তবে বড় পুজোর স্বার্থে এই প্রথমবার ক্লাব দুটি যৌথভাবে পুজো করছে।
West Bengal News Live: কাঁকুড়গাছি রেল ব্রিজের নীচে বাস-লরি সংঘর্ষ, আহত ৪ বাসযাত্রী
কাঁকুড়গাছি রেল ব্রিজের নীচে বাস-লরি সংঘর্ষ। রং রুটে ঢুকে পড়েছিল বেসরকারি বাস। উল্টো দিক থেকে আসা লরিতে ধাক্কা যাত্রীবাহি বাসের। বাস-লরি সংঘর্ষে আহত ৪ বাসযাত্রী। ঘটনার পর পলাতক বাস ও লরি চালক।






















