West Bengal News Live রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়
Kolkata News Live : কলকাতা ও অন্যান্য জেলার সব খবর সবার আগে।

Background
রবিবার রাতের শহরে ভয়াবহ ঘটনা। গার্ডেনরিচের ফতেপুরে ব্যানার্জীপাড়া লেনে ভেঙে পড়ে একটি বহুতল। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত অন্তত ২। মৃতার নাম সামা বেগম (৪৭), হাসিনা খাতুন (৫৫) ।
ঝুপড়ির ওপর ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতলের একাংশ। ১৩৪ নম্বর ওয়ার্ডে ঘটে এই ভয়াবহ ঘটনা। ঘটনায় আহত একাধিক । স্থানীয় নার্সিংহোমে ভর্তি ১০, এসএসকেএমে ৫ জন। ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ভাঙা বাড়ির নীচে এখনও আটকে ৫-৬ জন।
West Bengal News Update :বেআইনি বহুতল ভেঙে গার্ডেনরিচে মৃত্যুমিছিল
বেআইনি বহুতল ভেঙে গার্ডেনরিচে মৃত্যুমিছিল। নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত বেড়ে ৯, আহত ১২
WB News Live:'পৃথিবীতে কোথাও কলকাতার মতো বেআইনি নির্মাণ হয় না', আক্রমণ অর্জুন সিংহর
'পৃথিবীতে কোথাও কলকাতার মতো বেআইনি নির্মাণ হয় না, কাউন্সিলর বেইনি নির্মাণের নেটওয়ার্ক চালাচ্ছেন। বিধায়ক, কাউন্সিলর, পুলিশ মিলে ত্রিস্তরীয় দুর্নীতি চালাচ্ছে', তৃণমূল থেকে বিজেপিতে গিয়েই আক্রমণ অর্জুন সিংহর।






















