West Bengal News Live Updates: ভোটের আগে সন্দেশখালি নিয়ে তৃণমূলের ভিডিওয় তোলপাড়
Get the latest West Bengal News Highlights: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

Background
কলকাতা : তাপপ্রবাহ (Heat Wave) থেকে অবশেষে মুক্তি? সোমবার রাজ্য জুড়ে বৃষ্টির (Rain) সম্ভাবনা। সোম-মঙ্গলবার রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৬, ৭ মে রাজ্যের একাংশে ৪০ থেকে ৪৫ কিমি বেগে ঝড়েরও সম্ভাবনা। কাল দুই ২৪ পরগনা, উত্তরবঙ্গের ৫ জেলায় হতে পারে হালকা বৃষ্টি। রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদায়। বৃষ্টির পরে অন্তত ৭২ ঘণ্টার জন্য কমতে পারে তাপমাত্রা। আপাতত আর তাপপ্রবাহের কবলে কলকাতার না পড়ার সম্ভাবনা।
দেবকে (Dev) কুণাল ঘোষের (Kunal Ghosh) আক্রমণ নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা নিয়ে বিতর্ক থামার নাম নেই। শুক্রবার এনিয়ে দেব বললেন, আমার কাছে গদ্দার শব্দটা হচ্ছে দলের মধ্যে থেকে দলবিরোধী কাজ করা বা দলবিরোধী মন্তব্য করা। পাল্টা কুণাল ঘোষের জবাব, দলের পদে বসে, দলের সাংসদ থেকে, দলের প্রার্থী হয়ে, তো এগুলোও তো একধরনের গদ্দারি।
ভোটের দফা বাড়ার সঙ্গে সঙ্গে সন্দেশখালি ইস্যুতে (Sandeshkhali Issue) আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। গতকাল বর্ধমান, তেহট্ট থেকে বোলপুর- পরপর তিনটি সভা থেকেই সন্দেশখালি নিয়ে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদি।
তৃতীয় দফা ভোটের আগে (Third Phase Loksabha Election 2024) মানিকতলায় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই, পারিবারিক গন্ডগোল। পাল্টা দাবি করেছে শাসক দল। ধৃত তিনজনের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।
তিলজলার চৌবাগায় পুকুরে তলিয়ে মৃত্যু ৩ কিশোরের। গরমের মধ্যে বিকেলে পুকুরে স্নান করতে গিয়ে বিপত্তি। '৩ জন কিশোরের কেউই সাঁতার জানত না', বন্ধুকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ ২ কিশোরের, দাবি স্থানীয়দের। ডুবুরি নিয়ে ৩ কিশোরকে অচৈতন্য অবস্থায় উদ্ধার পুলিশের। হাসপাতালে নিয়ে গেলে ৩ কিশোরকে মৃত বলে ঘোষণা।
WB News Live Updates: ভোটবঙ্গে সিপিএমের ভার্চুয়াল প্রচার
ভোটবঙ্গে সিপিএমের ভার্চুয়াল প্রচার। কাস্তে হাতুড়ি তারার ফেসবুক পেজে বু্দ্ধদেব ভট্টাচার্যের AI ভিডিও পোস্ট। উঠে এল সন্দেশখালি থেকে বিজেপির আমলে দেশের হাল-হাকিকত।
West Bengal News Live Updates: ভোটের ৩দিন আগে অপসারিত রানিতলার ওসি
মঙ্গলবার ভোট, ৩দিন আগে অপসারিত রানিতলার ওসি। রানিতলা থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাসকে সরাল কমিশন। ভোটের কোনও কাজে ওসিকে না রাখার নির্দেশ নির্বাচন কমিশনের।






















