News Live: কেন্দ্রের দেখানো পথেই রাজ্য, পুজোর আগেই সরকারি কর্মীদের বেতন
News Live Update: সারাদিনের রাজ্য, জেলা, দেশের বিভিন্ন প্রান্তের নানা খবর এক ঝলকে এক ক্লিকেই - - - -
LIVE

Background
আর জি কর কাণ্ডের ছায়া পাঁশকুড়ায়। সরকারি হাসপাতালেই স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের অভিযোগ! প্রতিবাদে সুপারের ঘরের সামনে বিক্ষোভ। (অ্যাম্বি.....)
আর জি করের ছায়া পাঁশকুড়ায়
২। নিরাপত্তার আশ্বাসই সার, ফের কর্মক্ষেত্রেই স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের অভিযোগ! মামলা দায়ের করে পাঁশকুড়ায় সরকারি হাসপাতাল যাচ্ছে জাতীয় মহিলা কমিশন।
মামলা দায়ের কমিশনের
২এ। পুরীতে ফের ছাত্রী নিগ্রহ। ১৯ বছরের কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। বনধুকে আটকে রেখে কলেজ ছাত্রীকে নির্যাতন। ঘটনায় গ্রেফতার ২, আটক ১।
পুরীতে কলেজ ছাত্রীকে 'ধর্ষণ'!
৩। যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু। ঘটনাস্থলে লালবাজারের গোয়েন্দারা। পরিবারের অভিযোগের পরেই খুনের মামলা রুজু। ৩ ছাত্রকে জিজ্ঞাসাবাদ। (sot-বাবা..বন্ধুরাই খুন করেছে)
ছাত্রী-মৃত্যুতে খুনের মামলা
৪। মিমির পর এবার দিল্লির ইডি দফতরে অভিনেতা অংকুশ। বেটিং অ্যাপ মামলায় অংকুশ ও ঊর্বশী রাউতেলাকেও তলব ইডির। কাল মিমিকে ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির।
অঙ্কুশকে জিজ্ঞাসাবাদ ED-র
৪এ। বেটিং অ্যাপ মামলায় ইডির নজরে অভিনেতা থেকে ক্রিকেটাররা। ২৪ সেপ্টেম্বর অভিনেতা সোনু সুদকে তলব ইডির।২২ ও ২৩ সেপ্টেম্বর প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা ও যুবরাজ সিংহ-কে তলব।
স্ক্যানারে অভিনেতা-ক্রিকেটার
৫। কারামন্ত্রীর ED হেফাজত না জামিন? চন্দ্রনাথ সিংহ-র বিরুদ্ধে আরও তথ্যপ্রমাণ পেশ ইডির। বীরভূমের জমির নথি জমা। আরও সময় চান কারামন্ত্রীর আইনজীবী। শনিবার শুনানি।
মন্ত্রীর বিরুদ্ধে আরও 'প্রমাণ'
৬। নিয়োগের দাবিতে পথে প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। বিকাশ ভবনে ডেপুটেশন ২০২২-র টেট উত্তীর্ণদের। সল্টলেক করুণাময়ীতে বিক্ষোভ মাদ্রাসার SLST চাকরিপ্রার্থীদের।
ফের চাকরি চেয়ে পথে
৬এ। জমির বিনিময়ে চাকরির দাবি। পাণ্ডবেশ্বরের ইসিএলের কোলিয়ারিতে গেট বন্ধ করে বিক্ষোভ জমিদাতাদের। নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে, পাল্টা দাবি ইসিএলের।
জমি নিলে চাকরি চাই
৭। বিহারের পর এবার বাংলায় SIR-এর প্রস্তুতি। সিইও দফতরে ট্রেনিং।এডিএ, ইআরও, এইআরও-দের সঙ্গে ভিডিও কনফারেন্স।
বাংলায় SIR-প্রস্তুতি
৮। অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতের বার্থ সার্টিফিকেটে বাংলার ঠিকানা। ছোট জাগুলিয়ায় কেরল পুলিশ। জাল নথির পর্দাফাঁস। পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়নি, দাবি উপপ্রধানের।
'অনুপ্রবেশকারীর' নথিতে বাংলার ঠিকানা
৮। পুজোয় অগ্রিম বেতন কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অর্থনৈতিক স্বস্তিই নয়। বাঙালি আবেগেও এক অনন্য সম্মান। পোস্ট কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রীর।
পুজোর আগে অগ্রিম বেতন
৯।
১০। আনন্দপুরের আরবানা আবাসনে মহিলার রহস্যমৃত্যু। ২২ তলা থেকে নীচে পড়ে মৃত মহিলা। আত্মহত্যা না দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ।
আরবানায় মহিলার রহস্যমৃত্যু
১১। এবিপি আনন্দের খবরের জের। বারুইপুরে বিজেপি নেতা খুনে গ্রেফতার ফেরার অভিযুক্ত। মহারাষ্ট্র থেকে পাকরাও বারুইপুরের বাসিন্দা অমিত মণ্ডল। খুনের পরই গা ঢাকা, খবর পুলিশ সূত্রে।
বিজেপি নেতা খুনে গ্রেফতার
১২। এবিপি আনন্দের খবরের জের। হাবড়া বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ে পুলিশ। অধ্যক্ষার সঙ্গে বৈঠক আইসি ও পুরপ্রধানের।ক্যাম্পাসে মদ্যপান বরদাস্ত নয়, কলেজে পড়ল পোস্টার।
খবরের জেরে নড়ল টনক
১৩। সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড। ১ নম্বর প্ল্যাটফর্মে থাকা পরপর দোকানে আগুন। (শট- কাঁদার পুড়ে ছাই, পুজোয় জিনিস তুলেছিলাম)
সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড
১৩এ। অফিস টাইমে যাত্রী দুর্ভোগ চরমে। শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনে আগুন। প্রায় ৩ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল।
স্বাভাবিক ট্রেন চলাচল
১৪। যোগীরাজ্যে পশু পাচারকারীদের হাতে খুন NEET পরীক্ষার্থী। গোরক্ষপুরে NEET পরীক্ষার্থী খুন, বাড়ি থেকে ৪ কিমি দূরে উদ্ধার দেহ। প্রতিবাদে পথ অবরোধ। বিহারে গ্রেফতার ১ অভিযুক্ত।
গোরক্ষপুরে খুন NEET পরীক্ষার্থী
১৫। বেপরোয়া গতিতে ব্যস্ত এলাকায় ঢুকে প়ড়ল ট্রাক। মধ্যপ্রদেশের ইন্দোরে ট্রাকের চাকায় পিষে মৃত ৩। আহত কমপক্ষে ১১। গ্রেফতার ট্রাক চালক।
ট্রাকের চাকায় পিষ্ট, মৃত ৩
১৫এ। স্টিয়ারিংয়ে মত্ত পুলিশ। ২ শিশুকে পিষে মারল বেপরোয়া গাড়ি। হরিয়ানার পালওয়ালে ৩ শিশুকে ধাক্কা পুলিশকর্মীর গাড়ির। ১ জনের অবস্থা আশঙ্কাজনক। গ্রেফতার হরিয়ানা পুলিশের হেড কনস্টেবল।
পুলিশের গাড়ির ধাক্কায় মৃত ২
১৫বি। কোচবিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৪। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ল গাড়ি। চান্দামারিতে ঘুরতে গেছিলেন দেওয়ানহাটির ৫ বাসিন্দা। ফেরার পথে দুর্ঘটনা।
কোচবিহারে পথ দুর্ঘটনা, মৃত ৪
১৬। মণ্ডপ থেকে ভিড় নিয়ন্ত্রণে কি ব্যবস্থা? কীভাবে নিয়ন্ত্রণ হবে ট্রাফিক? খতিয়ে দেখতে সরেজমিনে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স। দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপ ঘুরলেন মিরাজ খালিদ।
মণ্ডপ পরিদর্শনে জয়েন্ট সিপি
১৭। ভারত-পাক ম্যাচের হ্যান্ডশেক-বিতর্কে প্রবল অস্বস্তিতে PCB। এশিয়া কাপের ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরানো হচ্ছে না অ্যান্ডি পাইক্রফ্টকে। PCB-কে চিঠি দিয়ে জানাতে চলেছে ICC, খবর সূত্রের।
প্রবল অস্বস্তিতে PCB
১৭এ। সরকার চেয়েছে তাই খেলেছি। হ্যান্ডশেক না করা হাস্যকর। ভারত-পাক ম্যাচ নিয়ে ফের আক্রমণে মহুয়া মৈত্র। পহেলগাঁওকাণ্ডের প্রতিবাদ, পাল্টা লকেট।
হ্যান্ডশেক-সংঘাত
১৮। উত্তরাখণ্ড ও হিমাচলে ফের প্রকৃতির ভয়াল রূপ। দেরাদুনে মেঘভাঙা বৃষ্টি। ক্ষতিগ্রস্ত হোটেল-দোকান। মুসৌরি-সহ উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ধস। বাড়ছে মৃতের সংখ্যা।
প্রকৃতির ভয়াল রূপ
১৯। ফুঁসছে তিস্তা, কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ। রবিঝোড়াতে রাস্তায় উপর দিয়ে বইছে জল। এখনও পর্যন্ত খোলা ১০ নং জাতীয় সড়ক।
ফুঁসছে তিস্তা, বন্ধ রাস্তা
Accident: বড়বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে মালবাহী গাড়ি, আহত ২
বড়বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে মালবাহী গাড়ি, আহত ২, হাওড়ার দিকে যাওয়ার সময় গাড়ির ধাক্কা, ২জন আহত
WB Govt Job: কেন্দ্রের দেখানো পথেই রাজ্য, পুজোর আগেই সরকারি কর্মীদের বেতন
কেন্দ্রের দেখানো পথেই রাজ্য, পুজোর আগেই সরকারি কর্মীদের বেতন। পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন, অবসরপ্রাপ্তদের পেনশন। লক্ষ্মীর ভাণ্ডার-সহ সরকারি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে ২৪, ২৫ সেপ্টেম্বরে। ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ছুটির জন্য পুজোর আগেই বেতন।






















