West Bengal News Live: বিসর্জনের সময় বাড়ির সামনে শব্দবাজি, প্রতিবাদ করায় বেল্ট খুলে মার, বাঁশ দিয়ে বাড়ি ভাঙচুর, গ্রেফতার ২
WB News Live: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর...
LIVE

Background
কলকাতা: এই মুহূর্তের সব গুরত্বপূর্ণ খবর -
১। মহিলা বিশ্বকাপ চলাকালীন লজ্জাজনক ঘটনা। ইন্দোরে অস্ট্রেলিয়ার ১ মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির অভিযোগ, ধৃত অভিযুক্ত। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
২। SSKM-এ নাবালিকাকে যৌন নির্যাতন, একের পর এক হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী নিগ্রহ, নিরাপত্তায় নজর দিতে নবান্নে বিশেষ বৈঠক। ফোনে পরামর্শ মুখ্যমন্ত্রীর।
৩। SSKM-এ এত সিসি ক্যামেরা, কোথায় মনিটরিং? পুরুষদের শৌচাগারে কী করে নিয়ে যাওয়া হল নাবালিকাকে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বললেন, নিরাপত্তারক্ষী নিয়োগের আগে নজর দিক সংস্থাগুলি।
৪। বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী নিয়োগে নজরদারি চাই। এক জায়গায় সাসপেন্ড হয়েও সেই সংস্থাতেই নিয়োগ, কীভাবে? বৈঠকে উঠল প্রশ্ন। পরিচয়পত্র আবশ্যিকে জোর।
৫। ইসলামপুর মহকুমা হাসপাতালে রোগীমৃত্যু। হাজির হয়ে নার্সদের ধমক তৃণমূলের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের। উত্তেজিত রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের ধমক, নার্সদের পাশে ইনচার্জ।
৬। পুলিশ অনুমতি না দিলেও, গঙ্গারামপুরে বিজেপির সংকল্প সভা। স্টেডিয়ামে ভিড় বিজেপি কর্মী-সমর্থকদের। যোগ শুভেন্দু-সুকান্তর।
৭। পার্ক স্ট্রিটের হোটেলে খুন, রহস্য ঘনীভূত। রুমের বিছানার চাদর পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন বলে ধারণা। হোটেলের ঘর থেকে উধাও চাদর, প্রমাণ লোপাট? উঠছে প্রশ্ন।
৮। মৃত রাহুল লালের পার্স উধাও। কী ছিল তাতে? নিহত ব্যক্তির দাদার পরিচয়পত্র দিয়ে কী করে হোটেলের রুম বুক করলেন ৩ জন? খুন করেছে ঘনিষ্ঠরা, সন্দেহ পুলিশের।
৯। মালদায় ইঞ্জিনিয়ারিং ছাত্রকে তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মার। অভিযুক্ত কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর স্ত্রী। কাউকে আড়াল করা হবে না, মন্তব্য মন্ত্রী চন্দ্রিমার।
১০। জোর করে পড়ুয়াকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। বিজেপি করি বলে ছেলেকে নিগ্রহ, অভিযোগ ছাত্রর বাবার। নিরাপত্তারক্ষীকে মারধরের পাল্টা অভিযোগ কাকলির।
১১। ত্রিপুরার বিলোনিয়ায় কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড বক্স বন্ধ করতে বলায় ওসিকে মার। রাস্তায় ফেলে কিল-চড়-লাথি। গ্রেফতার ৭।
১২। গন্ডগোলের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার গেলে, তাঁর সঙ্গেও তর্কাতর্কি ক্লাব সদস্যদের। ওসির বিরুদ্ধে শোভাযাত্রায় থাকা শিল্পীকে নিগ্রহের পাল্টা অভিযোগ।
১৩। মহারাষ্ট্রের সাতারার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আত্মঘাতী সরকারি হাসপাতালের চিকিৎসক। তালুতে লেখা সুইসাইড নোট। গ্রেফতার ১ পুলিশকর্মী।
West Bengal News Live: ফের শাসক-দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়
ফের শাসক-দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার অফিস ভাঙচুর। তৃণমূল নেতা কাইজার আহমেদের অফিস ভাঙচুরের অভিযোগ। ভাঙড়ের ঘটকপুকুরে শাসক নেতার দফতর ভাঙচর। সওকত অনুগামীরা হামলা চালিয়েছে, অভিযোগ কাইজারের। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার প্রতিক্রিয়া মেলেনি।
Kolkata Weather Live: দঃ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা
দঃ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা। সোমবার: দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হালকা-মাঝারি বৃষ্টি। মঙ্গলবার: দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বুধবার: দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি। গভীর নিম্নচাপে পরিণত দঃ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। দঃ পঃ ও মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা। অন্ধ্রের কাকিনাড়ায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'মান্থা'।






















