WB News Live: চন্দ্রকোণা রোডের ঘটনায় শুভেন্দু অধিকারীর করা অভিযোগের ভিত্তিতে এখনও গ্রেফতারির সংখ্যা শূন্য
WB News Live Updates: রাজ্যের, জেলার, শহরের বিভিন্ন প্রান্তের খবরের এক ঝলক এক ক্লিকেই আপনার হাতের নাগালে----
LIVE

Background
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের ঘটনায় শুভেন্দু অধিকারীর করা অভিযোগের ভিত্তিতে এখনও গ্রেফতারির সংখ্যা শূন্য। সেই ঘটনাতেই, পাল্টা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই গড়বেতা থানায় অভিযোগ জানাল তৃণমূল। পুলিশের FIR-এ
২ নম্বরেই নাম রয়েছে বিরোধী দলনেতার। যা ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল। ঘটনায় রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
ফের তপ্ত ভাঙড়। ISF-তৃণমূল সংঘর্ষে ধুনধুমার। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি। ISF-এর রক্তদান শিবিরে যাওয়ার সময় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার শাসক দলের।
ফের উত্তপ্ত ভাঙড়
২। কনভয়কাণ্ডে ৯ জনের নামে অভিযোগ দায়ের শুভেনদুর। গড়বেতা থানায় সিআরপিএফ-এর বিরুদ্ধে পাল্টা মারধরের পাল্টা অভিযোগ তৃণমূলের। দুপক্ষের অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। জানালেন পুলিশ সুপার।
অভিযোগের পাল্টা নালিশ
২এ। শুভেনদুর কনভয়ে হামলার অভিযোগ। আজও প্রতিবাদে বিজেপি। দিকে দিকে পথে নেমে বিক্ষোভ বিজেপির। অ্যাম্বি...
প্রতিবাদে পথে বিজেপি
৩। শুভেনদুর কনভয়ে হামলার অভিযোগ। মুখ্যমন্ত্রী ইচ্ছে করে এসব করাচ্ছেন। প্রয়োজন হলে এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। আক্রমণ সুকান্তর। নাটক করছেন শুভেন্দু। পাল্টা জয়প্রকাশের।
কেন্দ্রীয় বাহিনী দাবি সুকান্তর
৪। আইপ্যাক কাণ্ডে এবার প্রতীক জৈনের বাড়ির সিকিউরিটি রেজিস্টার বাজেয়াপ্ত পুলিশের। ইডি আধিকারিকরা কি নাম এন্ট্রি করে ঢুকেছিলেন। জানতে তদন্তে পুলিশ। ৩ নিরাপত্তারক্ষীকেও তলব।
IPAC-কাণ্ডে বাজেয়াপ্ত রেজিস্টার
৫। আইপ্যাক কাণ্ডে এবার নবান্নের সামনে বসার হুঁশিয়ারি শুভেনদুর। পাল্টা কটাক্ষ দেবাংশুর।
(সট শুভেনদু - আমি অনুমতি চেয়েছি, না পেলে আদালতে যাব।)
দেবাংশু ফোনো - ভিতরে ঢুকতে পারবেন না। চাঁদের মতো দেখুন।
শুভেন্দুর হুঁশিয়ারি, কটাক্ষ দেবাংশুর
৫। SIR নিয়ে ফের মুখ্য়মন্ত্রীর পাল্টা চিঠি শুভেনদু অধিকারীর। ভিত্তিহীন ও অতিরঞ্জিত চিঠি মমতা বন্দ্য়োপাধ্যায়ের। উন্মত্ত আচরণ করছেন। লিখেছেন চিঠিতে। দাবি বিরোধী দলনেতার।
ফের চিঠির পাল্টা চিঠি
৬। বিএলও-দের জন্য ফের নতুন নির্দেশিকা কমিশনের। ডিসক্রিপেন্সির তথ্য সংগ্রহ ও যাচাই করতে হবে BLO-দের। আপলোড করার আগে সব তথ্য সার্টিফাই করতে হবে। নির্দেশ কমিশনের।
BLO-দের নতুন নির্দেশিকা
৭। বিজেপি-তৃণমূল সংঘর্ষে লেকটাউনে উত্তেজনা। ঝান্ডা লাগানোর সময় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। অস্বীকার শাসক দলের। লেকটাউন যশোর রোড অবরোধ বিজেপির।
লেকটাউনে উত্তেজনা
৮। হিন্দমোটরে বন্ধ কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। ছাত্রীর বনধু-সহ গ্রেফতার ২। গণধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু পুলিশের। এখনও পলাতক দুই অভিযুক্ত।
এখনও অধরা ২
৯। দেগঙ্গায় তৃণমূল উপপ্রধানের ভাইয়ের 'দাদাগিরি'! মাটিতে ফেলে মহিলাকে মার। কাঠগড়ায় চাঁপাতলা পঞ্চায়েতের উপপ্রধানের ভাই। পুলিশে নালিশ। ফেরার অভিযুক্ত।
উপপ্রধানের ভাইয়ের 'দাদাগিরি'!
১০। বাসন্তীতে শিশু চুরির অভিযোগে মহিলাকে গাছে বেঁধে মার। ২ বছরের শিশুকে নিয়ে পালাচ্ছিলেন মহিলা, অভিযোগ তুলে মারধর গ্রামবাসীদের একাংশের। আক্রান্তকে উদ্ধার পুলিশের।
মহিলাকে গাছে বেঁধে মার!
১০এ। রাতের শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম। ইএম বাইপাসে বিল্ডিং মোড়ের কাছে দুর্ঘটনা। ডিভাইডার ভেঙে রাস্তার উল্টো ফুটে দ্রুতগতির গাড়ি। আটক চালক।
গাড়ি উল্টে দুর্ঘটনা
১১। সোমনাথ মন্দির আক্রমণের হাজার বছর। সোমনাথে শৌর্য যাত্রা প্রধানমন্ত্রীর। মন্দির পুনর্নির্মাণের দায়িত্ব পেয়েছিলেন বল্লভভাই প্যাটেল। রাজি ছিলেন না জওহরলাল নেহরু। খোঁচা মোদির।
সোমনাথ মন্দিরে মোদি
১২। ভেনেজুয়েলার পর ট্রাম্পের টার্গেট সিরিয়া। ISIS ঘাঁটিতে হামলা আমেরিকার সেনাবাহিনীর। একাধিক আস্তানায় বিমান হানা। ধ্বংস বহু ঘাঁটি। দাবি ওয়াশিংটনের।
এবার সিরিয়ায় হামলা আমেরিকার
১২। শীতের কামড় থেকে কিছুটা স্বস্তি। নিম্নচাপের প্রভাবে পিছু হঠল উততুরে হাওয়া। চড়ল পারদ। মঙ্গলবার থেকে ফের জাঁকিয়ে শীত। পূর্বাভাস আবহাওয়া দফতরের।
নিম্নচাপে চড়ল পারদ
------------------------------
কী নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। কী বলছেন হীরক রাজ ও সভাসদরা? হীরক রাজার দরবার, রাত সাড়ে ১০টায়।
হীরক রাজার দরবার
News Live Updates: ফের নন্দীগ্রামে সমবায় ভোটে জয়ী বিজেপি
ফের নন্দীগ্রামে সমবায় ভোটে জয়ী বিজেপি
তৃণমূলের দখলে থাকা সমবায় সমিতিতে জয় বিজেপির ---
গোকুলনগর সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা
১২টির মধ্যে ৯টি আসনে জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা
১২টির মধ্যে ৩টি আসনে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা
News Live: আইপ্যাক কাণ্ডে সপ্তমে সংঘাত, কুণালের পর এবার বিস্ফোরক পোস্ট শুভেন্দুর
আইপ্যাক কাণ্ডে সপ্তমে সংঘাত, কুণালের পর এবার বিস্ফোরক পোস্ট শুভেন্দুর
ED তল্লাশি চলাকালীন কারা ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? তালিকা প্রকাশ শুভেন্দুর
পুলিশ অফিসারদের নাম দিয়ে তালিকা প্রকাশ বিরোধী দলনেতার
'মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন DC(SD) প্রিয়ব্রত রায়, DC(SB) শান্তনু সিন্হা বিশ্বাস'
'শেক্সপিয়র সরণি থানার ওসি অয়ন ভৌমিক, ইনস্পেক্টর বিজিতাস্য রাউত' ---
'মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন SI রাহুল আমিন, SI সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়' ---
'SI লীনা ভট্টাচার্য, ASI মৃত্যুঞ্জয় রায়, সৈকত বিশ্বাস, মহাদেব কবিরাজ, সৌমেন বিশ্বাস'
'পুলিশ অফিসারদের গ্যাং নিয়ে চড়াও হয়েছিলেন মুখ্যমন্ত্রী'
'পুলিশ ওয়েলফেয়ার কমিটির লোকেরাও ছিলেন'
'আইপ্যাকে ED তল্লাশি চলাকালীন নথি লুঠ' ----
'অবিলম্বে এই পুলিশ অফিসারদের সাসপেন্ড ও বরখাস্ত করা হোক'
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডাবাহিনীতে পরিণত হয়েছে পুলিশ, পোস্ট শুভেন্দুর






















