West Bengal News LIVE Updates: মেট্রোর ব্লু লাইনে ক্রমেই বাড়ছে ভোগান্তি, কর্মী সঙ্কট, ব্যাহত যাত্রী পরিষেবা
News Updates LIVE: দেশ থেকে জেলার সব খবরের লাইভ আপডেটস...
LIVE

Background
মেট্রোর ব্লু লাইনে ক্রমেই বাড়ছে ভোগান্তি। নিউ গড়িয়া স্টেশন বন্ধ থাকায় হামেশাই ব্যাহত হচ্ছে যাত্রী পরিষেবা। এরই সঙ্গে কর্মী সঙ্কটের গেরোয় পড়ে কলকাতা মেট্রো। ব্লু লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম অবধি রুটে ক্রমেই বাড়ছে ভোগান্তি। বুধবারও দীর্ঘক্ষণ ব্যাহত হয় এই লাইনের পরিষেবা। প্রায় ১ ঘণ্টা নোয়াপাড়া থেকে টালিগঞ্জ পর্যন্ত চলে মেট্রো। টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত চালানো যায়নি মেট্রো। বৃহস্পতিবারও কবি সুভাষ থেকে মেট্রো রেক ঘোরাতে হয়রান হতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। যার প্রভাব পড়েছে গোটা মেট্রো নেটওয়ার্কে। এরইসঙ্গে কলকাতা মেট্রোয় জুড়েছে আরও নানান সমস্যা। গত মাসেই ৩ টি নতুন রুটে শুরু হয়েছে মেট্রো পরিষেবা।
West Bengal News LIVE: বিশাখাপত্তনমে স্থানীয়দের মারে মৃত্যু নদিয়ার শ্রমিকের
চোর সন্দেহে ভিনরাজ্যে বাঙালি শ্রমিককে পিটিয়ে-কুপিয়ে খুনের অভিযোগ। বিশাখাপত্তনমে স্থানীয়দের মারে মৃত্যু নদিয়ার শ্রমিকের, দাবি পরিবারের। মৃত শ্রমিক রাজু তালুকদার নদিয়ার বেতাই লালবাজার মাঠপাড়ার বাসিন্দা। ২৯ অগাস্ট স্থানীয় শ্রমিকদের একটি মোবাইল চুরি, খবর স্থানীয় সূত্রে। চোর সন্দেহে বাঙালি শ্রমিকদের বেধড়ক মারধর স্থানীয়দের, দাবি পরিবারের। রাজুকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ পরিবারের। বিশাখাপত্তনমের হাসপাতালে চিকিৎসার পর ছাড়া হয় রাজুকে। বাড়িতে আনার পথে বিশাখাপত্তনম স্টেশনে ফের অসুস্থ, দাবি পরিবারের। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, দাবি রাজুর পরিবারের।
Abhishek Banerjee: জেলা তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অভিষেক
পাখির চোখ বিধানসভা ভোট, জেলা তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের অফিসে সাংগঠনিক বৈঠকে অভিষেক। প্রথমে পশ্চিম বর্ধমানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। এরপর কৃষ্ণনগর জেলা তৃণমূলের সঙ্গে বৈঠক অভিষেকের






















