West Bengal News LIVE: প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগে জামিন পেয়ে গেলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য
West Bengal LIVE News Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেটস...
LIVE

Background
কাকদ্বীপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগে জামিন পেয়ে গেলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও স্কুল পরিচালন সমিতির সভাপতি ত্রিদিব বারুই। ৫ রকমের জামিনযোগ্য ধারা দিয়েছিল পুলিশ...মাত্র ১৫ সেকেন্ডেই শেষ হয়ে গেল শুনানি। অত্যন্ত হতাশাব্যঞ্জক প্রতিক্রিয়া আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের।
Santosh Mitra Square Pujo: সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে পুলিশের নোটিস দেওয়া নিয়ে প্রতিক্রিয়া সিপির
সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে পুলিশের নোটিস দেওয়া নিয়ে প্রতিক্রিয়া সিপির। 'দুর্গাপুজোয় আমাদের লক্ষ্য সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেই চিঠি', ভিড় নিয়ন্ত্রণ ও অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখেই চিঠি দেওয়া হয়েছে, বললেন পুলিশ কমিশনার। সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে চারটি নোটিস দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ওই পুজোর উদ্যোক্তা ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তারই প্রতিক্রিয়া দিলেন কমিশনার।
Malda News: জলে ডুবে মর্মান্তিক মৃত্য়ু হল দেড় বছরের শিশুর
বিছানা থেকে পড়ে জমা জলে ডুবে মর্মান্তিক মৃত্য়ু হল দেড় বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার ভূতনির গৌরাঙ্গটলায়। প্রায় ১ মাস ধরে বাঁধ ভেঙে প্লাবিত ভূতনির বিস্তীর্ণ এলাকা। বন্য়া পরিস্থিতির জেরে বাড়িতেই জলের উপরেই মাচা করে আশ্রয় নিয়েছেন অনেকেই। এদিন গৌরাঙ্গটোলায় তেমনই এক জলমগ্ন বাড়িতে বিছানা থেকে পড়ে যায় একটি শিশু। আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে শোকের ছায়া এলাকায়।






















