West Bengal News LIVE Updates: প্রথম অভিযানে চরমে বিক্ষোভ, হাইকোর্টের অনুমতি নিয়ে আজ ফের বারুইপুরে শুভেন্দু
WB News LIVE News Updates: জেলা থেকে রাজ্যের সব খবরের আপডেট দেখুন...
LIVE

Background
প্রথম অভিযানে ধুনধুমার। হাইকোর্টের অনুমতি নিয়ে আজ ফের বারুইপুরে শুভেনদু। হাজার জনকে নিয়ে এসপি অফিসের সামনে কর্মসূচির অনুমতি।
Calcutta High Court: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে কর্মসূচিতে 'না' কলকাতা হাইকোর্টের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে কর্মসূচিতে 'না' কলকাতা হাইকোর্টের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক নয়, এটা জানার পরেও কেন আমন্ত্রণ। গ্রহণ করলেন শিক্ষামন্ত্রী?'
কেন আমন্ত্রণ গ্রহণ করলেন, তা স্পষ্ট নয় আদালতের কাছে, মন্তব্য প্রধান বিচারপতির। বিশ্ববিদ্যালয়ে বেসরকারি নিরাপত্তারক্ষীদের কার্যকারিতা নিয়েও সন্দেহ প্রকাশ প্রধান বিচারপতির। '২০১৪ থেকে যাদবপুর থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে, আদালতের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে', নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় কেন রাজ্যের কাছে পুলিশি সহায়তা চায়নি ? প্রশ্ন প্রধান বিচারপতির। তিন সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি।
Howrah News: হাওড়ার বেলগাছিয়ায় গৃহহীনদের ক্ষতিপূরণ
হাওড়ার বেলগাছিয়ায় গৃহহীনদের ক্ষতিপূরণ। ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের। হাওড়ার সুরেন্দ্রনাথ ঘোষ স্কুলে ধস-বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়
Recruitment Scam: 'পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই প্রাথমিকে নিয়োগ পরীক্ষার OMR নষ্ট করা হয়েছিল'
পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই প্রাথমিকে নিয়োগ পরীক্ষার OMR নষ্ট করা হয়েছিল। গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। তাঁর নির্দেশেই হয়েছিল দুর্নীতি। গোপন জবানবন্দি রেকর্ড করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর OSD প্রবীর বন্দ্যোপাধ্যায়, খবর CBI সূত্রের। 'একাধিক রাজনৈতিক ব্য়ক্তিত্বরাও চাকরির সুপারিশ করেছেন', নামের তালিকা মিলেছে, তাঁদের জিজ্ঞাসাবাদ বাকি আছে। বিশেষ আদালতে শুনানিতে উল্লেখ CBI-এর, খবর সূত্রের। বহুদিন ধরে জেলে বন্দি, অনেকেই ছাড়া পেয়েছে, পার্থর জামিনের আবেদনে উল্লেথ তাঁর আইনজীবীর।
Calcutta High Court: ব্যাঙ্কের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর দাবি মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর দাবি। মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 'যেহেতু মামলাকারী সমবায় ব্যাঙ্কের সদস্য এবং নিজে একজন ভোটার তাই এই মামলা জনস্বার্থে হতে পারে না', মন্তব্য প্রধান বিচারপতির। 'আইনে যা সংস্থান রয়েছে সেটা অনুযায়ী পদক্ষেপ করতে পারেন মামলাকারী', আগামী শনিবার কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন। আগে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
West Bengal News LIVE: জগদ্দল বাজারে দিনে দুপুরে বোমাবাজির অভিযোগ
ফের উত্তপ্ত জগদ্দল। জগদ্দল বাজারে দিনে দুপুরে বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জুটমিল শ্রমিকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। গতকালের পর আজ ফের বোমাবাজির অভিযোগ জগদ্দলে
গতকাল রাতে অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি হয়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
