West Bengal News Live Blog: রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণ দিলীপের, নাম না করে পাল্টা জবাব শুভেন্দুর
WB News Live News Update: বাংলার সব খবরের আপডেট সবার আগে।

Background
নিউটাউনের রেস্তোরাঁয় শ্যুটিং চলাকালীন পার্কিং নিয়ে গন্ডগোল। রেস্তোরাঁ মালিককে ঘুষি, লাথি মারার অভিযোগ সোহমের বিরুদ্ধে। চড় মেরেছি, স্বীকার তৃণমূল বিধায়ক তথা অভিনেতার।
লোকসভায় জয়ের পরেই ভবানীপুরের চক্রবেড়িয়ায় ইন্দ্রপ্রস্থ আবাসনের ভিতরে গভীর রাতে ছোড়া হল পরপর কাচের বোতল। চরম আতঙ্কে বাসিন্দারা।
উল্টোডাঙায় আবাসনের ভিতরে অটো-বাইক মিছিল তৃণমূলের। সান সিটি, মার্লিন, নর্দার্ন হাইটের মতো অভিজাত আবাসনে উঠল খেলা হবে স্লোগান।
আসন বদল নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ।
এবার বিস্ফোরক কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী।
ভোটে হারের পর সংগঠনের নেতাদের ওপর ক্ষোভ তৃণমূলের পরাজিত প্রার্থীদের।
রাজ্যে সবুজ ঝড়ের মধ্যেও কাঁথি-মালদায় হার। রামনগর-চণ্ডীপুরে পিছিয়ে পড়ার পোস্টমর্টেম চান উত্তম বারিক। কেন বহিরাগত প্রার্থী, মৌসমের নিশানায় মালদা জেলা নেতৃত্ব।
বাংলাদেশের সাংসদ খুনে বনগাঁ সীমান্ত থেকে সিআইডির হাতে গ্রেফতার অন্যতম চক্রী। বিহার হয়ে নেপাল পালায় অভিযুক্ত। গোটা পরিকল্পনা করে সিয়াম হোসেন, সিআইডি সূত্রে খবর।
কোথাও সংক্ষিপ্ত রুট, কোথাও দেরিতে চলছে ট্রেন। সম্প্রসারণের জন্য বন্ধ শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। একাধিক শাখায় ব্যাহত রেল পরিষেবা। দিনভর ভোগান্তি রেল যাত্রীদের।
West Bengal News Live Updates: রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণ দিলীপের, নাম না করে পাল্টা জবাব শুভেন্দুর
রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণ দিলীপের, নাম না করে পাল্টা জবাব শুভেন্দুর। 'ডায়মন্ড হারবার, কেশপুর মডেলে ছাপ্পার পরও ২ কোটি ৩৫ লক্ষ ভোট পাওয়া বিরাট ব্যাপার। যাঁরা এখন বড় বড় জ্ঞান দিচ্ছেন, তাঁরা অতীত জানেন না। আগের থেকে বিজেপির অবস্থা অনেক ভাল। তখন আইপ্যাক ছিল না, লক্ষ্মীর ভাণ্ডারও ছিল না।'
WB News Live Updates: 'আমার হারের জন্য দলের একাংশ দায়ী', বিস্ফোরক বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী
ভোটে হার নিয়ে বিস্ফোরক বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। 'আমার হারের জন্য দলের একাংশ দায়ী।' আমার হারের পিছনে একাধিক বিধায়ক রয়েছেন, দাবি সুজাতার। 'বিজেপি প্রার্থী স্বীকার করেছেন, তাঁর সঙ্গে তৃণমূল নেতাদের যোগাযোগ ছিল। নিজেদের স্বার্থসিদ্ধি জন্য আমাকে হারানো হয়েছে।' মমতা-অভিষেক সব জানেন, দাবি সুজাতা মণ্ডলের।






















