West Bengal News LIVE Updates: 'বাংলার জন্য টাকা পাঠান মোদি, কিন্তু সেই টাকায় দুর্নীতি হয়', বঙ্গ সফরে এসে সুর চড়ালেন শাহ
West Bengal LIVE News Updates: এ রাজ্যের গুরুত্বপূর্ণ সব খবরের আপডেট দেখুন...
LIVE
Background
কলকাতা: উপনির্বাচনের আগে বঙ্গ সফরে অমিত শাহ। আজ প্রথমে যাবেন পেট্রাপোল সীমান্ত, যোগ দেবেন বিএসএফের অনুষ্ঠানে। তারপরে কলকাতায় ফিরে ইজেডসিসিতে করবেন সাংগঠনিক বৈঠক।
রাতের কলকাতায় ফের অগ্নিকাণ্ড। চিনার পার্কে বহুতলে আগুন। রাত ১২ নাগাদ আগুন লাগে ওই বহুতলের তৃতীয় তলায়। বিল্ডিং-এর একতলায় রয়েছে একটি বিউটি পার্লার ও ওপরের তিনটি তলায় চলে স্পা। বহুতলটি বন্ধ থাকায় জানলার কাচ ভেঙে চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকল। লাগোয়া বিল্ডিং-এ আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ৩টি ইঞ্জিনের প্রায় দু'ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
অন্যদিকে, থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র ডাক্তারদেরই নতুন সংগঠন? জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন ঘিরে প্রশ্ন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের। মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে অভিযুক্তরাই হঠাৎ করে অভিযোগকারী! হঠাৎ করে কেন থ্রেট কালচারে অভিযুক্তদের সংগঠন? নেপথ্যে কী তৃণমূল? বিচারের দাবিতে বেনজির আন্দোলন ভেস্তে দিতেই কী এই নতুন সংগঠন? জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন। সংগঠনের একাধিক সদস্যের বিরুদ্ধেই থ্রেট কালচারের অভিযোগ। সন্দীপ, বিরূপাক্ষের সঙ্গে নতুন সংগঠনের আহ্বায়কের ছবি পোস্ট জুনিয়র ডাক্তারদের। অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে যাদের শাস্তি কলেজ কাউন্সিলের, তাদেরই একাংশ সংগঠনে।কোন সাহসে স্যর, ম্যাডামদের কাঁদায়, থ্রেট কালচারে অভিযুক্তদের ছবি পোস্ট নাইয়ার। 'কারা সাহস যোগায়? প্রশাসন এখনও সাহস যোগাচ্ছে, প্রতিবাদ চলছে। থ্রেট কালচারে অভিযুক্তের ছবি পোস্ট করে মন্তব্য আসফাকুল্লা নাইয়ার। নতুন মঞ্চে থ্রেট কালচারে অভিযুক্তরাই, দাবি অনিকেত মাহাতোর।
West Bengal News LIVE Updates: পেট্রাপোলে জোড়া সরকারি অনুষ্ঠান সেরে ফের নিউটাউনের হোটেলে অমিত শাহ
পেট্রাপোলে জোড়া সরকারি অনুষ্ঠান সেরে ফের নিউটাউনের হোটেলে অমিত শাহ। অমিত শাহের সঙ্গে দেখা করতে এলেন মিঠুন চক্রবর্তী। হোটেল থেকে ইজেডসিসি-তে দলীয় কর্মসূচিতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
West Bengal News LIVE Updates:যাঁদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে, সেই জুনিয়র চিকিৎসকরাই এবার তৈরি করলেন নতুন সংগঠন
যাঁদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে, সেই জুনিয়র চিকিৎসকরাই এবার তৈরি করলেন নতুন সংগঠন। তাঁদেরও দাবি, তাঁরাও থ্রেট কালচারের শিকার। যাঁদের বিরুদ্ধে আবার সরব হয়েছেন আন্দোলনকারীরা।
Amit Shah: 'বাংলার জন্য টাকা পাঠান মোদি, কিন্তু সেই টাকায় দুর্নীতি হয়', মন্তব্য অমিত শাহের
বঙ্গ সফরে এসে সুর চড়ালেন অমিত শাহ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বাংলার উন্নয়নে বদ্ধপরিকর মোদি। বাংলার জন্য টাকা পাঠান মোদি, কিন্তু সেই টাকায় দুর্নীতি হয়। ইউপিএ আমলের থেকে এনডিএ আমলে বাংলাকে বেশি টাকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা মানুষের কাছে পৌঁছয় না, তৃণমূল নেতাদের পকেটে যায়'।
West Bengal News LIVE Updates: বাংলায় পরিবর্তন হলেই অনুপ্রবেশের সমস্যা মিটবে, মন্তব্য অমিত শাহর
বাংলায় পরিবর্তন হলেই অনুপ্রবেশের সমস্যা মিটবে, মন্তব্য অমিত শাহর। তিনি আরও বলেন, অনুপ্রবেশ বন্ধ হলে বাংলায় শান্তি ফিরবে। উন্নয়নই মোদি সরকারের একমাত্র লক্ষ্য।
Amit Shah LIVE Updates: ২৬-এ বাংলায় পরিবর্তনের ডাক অমিত শাহের
পেট্রাপোল সীমান্তে বিএসএফ-এর অনুষ্ঠানে অমিত শাহ। মৈত্রী দ্বারের উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।