West Bengal News Live Updates: পদ্মের মিশন ২৬, নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে অমিত শাহ
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখতে চোখ রাখুন।

Background
বোলপুরের আইসিকে কদর্য ভাষায় গালাগালি। আজ পুলিশে হাজিরা দিলেন না অনুব্রত। কাল ফের হাজিরার নোটিস ধরাচ্ছে পুলিশ।
এবার হাজিরা এড়াতেও শরীর খারাপের অজুহাত কেষ্টর। SDPO অফিসে গিয়ে জানালেন আইনজীবীরা।
তলব সত্ত্বেও এসডিপিও অফিসে সশরীরে গেলেন না অনুব্রত। দেখা করে গেল কেষ্টর আইনজীবীদের টিম। প্রশ্নের উত্তরে আজব যুক্তি।
অসুস্থতার কথা বলে এড়ালেন পুলিশি হাজিরা। তবু স্বমহিমায় পার্টি অফিসে কেষ্ট। কটাক্ষ শুভেন্দুর।
কেষ্টর কুকথা কাণ্ডে এবার আসরে পদ্ম শিবিরও। রামপুরহাট থানার সামনে তুমুল বিক্ষোভ বিজেপির।
মুখে ডিজির নাম। কদর্য কথা বলেও, স্রেফ ৪ লাইনে ক্ষমাপ্রার্থনা করে বিবৃতি অনুব্রতর। গ্রেফতার করবে পুলিশ? কড়া ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস?
পাওনা ২০ লাখ না দেওয়ায় অনুব্রতকে ফোনে হুমকি। ২০১৯-এ এক ঘণ্টার মধ্যে গ্রেফতার গুসকরার তৎকালীন তৃণমূল নেতা। পরে বিজেপিতে যোগ। এখন কেন কেষ্টর গ্রেফতারি নয়? প্রশ্ন বিজেপি নেতার।
২৪ ঘণ্টায় গ্রেফতারি চায় বিজেপি। অবিলম্বে গ্রেফতারির দাবি কংগ্রেসের। ক্ষমা চাইতে বলা হয়েছিল, উনি চেয়েছেন। বাকিটা দেখবে দল, প্রতিক্রিয়া তৃণমূলের।
ধর্ম নিয়ে সোশাল মিডিয়ায় কুমন্তব্য। গুরুগ্রামে গ্রেফতার কলকাতার মহিলা। সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ। গার্ডেনরিচ থানার পুলিশের হাতে গ্রেফতার আনন্দপুরের মহিলা। ১৩ জুন পর্যন্ত জেল হেফাজত।
প্রধানমন্ত্রীর পরে এবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাজ্যে অমিত শাহ। রবিরার নেতাজি ইন্ডোরে নেতৃত্বের সঙ্গে বৈঠক।
রাস্তায় চাকরিহারারা। তৃণমূল নেতার মেয়ের নিয়োগের নির্দেশ। মালদা জেলা সভাপতির মেয়ের সেচ দফতরে চাকরি নিয়ে সরব বিজেপি। স্বজনপোষণই তৃণমূলের কালচার। এক্সে পোস্ট সুকান্তর।
জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙতে অবশেষে পদক্ষেপ কামারহাটি পুরসভার। ১৩ জুন থেকে শুরু হবে ভাঙার কাজ। আসবাব সরাতে নোটিস পুরসভার। দেওয়া হল টেন্ডারের বিজ্ঞাপনও।
এবার আয়ুর্বেদের ওষুধেও জাল রোগ। বারাসতে জাল আয়ুর্বেদিক ওষুধের কারবারের পর্দাফাঁস। পুলিশ, ড্রাগ কন্ট্রোলের অভিযানে উদ্ধার প্রচুর জাল ওষুধ। গ্রেফতার এক।
ফের খাস কলকাতায় ব্যবসায়ীকে অপহরণ। ৫ লাখ মুক্তিপণ চাওয়া হয়, দাবি স্ত্রীর। পাঁচ জনকে গ্রেফতার ভবানীপুর থানার পুলিশের। যাদবপুরে ফ্ল্যাট থেকে উদ্ধার ব্যবসায়ী।
নারায়ণগড়ের পর এবার দাসপুর। বেহাল রাস্তা ঢুকতে পারল না অ্যামবুল্যান্স, বাঁশের ডুলিতেই রোগীকে নিয়ে যেতে হল হাসপাতালে। (অ্যাম...)
বেহাল রাস্তা, ডুলিতে রোগী!
খড়গপুরে তুলকালাম। রেলের পাঁচিল ভাঙা ঘিরে আরপিএফ জনতা খণ্ডযুদ্ধ।
বাসন্তীতে হাড়হিম করা ছবি। বৌদির কাটা মুণ্ড হাতে নিয়ে থানায় রওনা। মাঝপথেই গ্রেফতার পুলিশের। পারিবারিক বিবাদের জেরে খুন, অনুমান পুলিশের।
বর্ষা ঢোকার পরই উত্তরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। বাড়ছে একাধিক নদীর জল।দক্ষিণবঙ্গে চড়বে পারদ। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। পূর্বাভাস হাওয়া অফিসের।
WB News Live: বঙ্গে আসার আগে বাংলায় পোস্ট অমিত শাহের
বঙ্গে আসার আগে বাংলায় পোস্ট অমিত শাহের। কলকাতার কর্মসূচি নিয়ে এক্সে পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ‘কাল CFSL ভবনের উদ্বোধন, নেতাদের সঙ্গে বৈঠক’। ‘অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অপেক্ষায় আছি’, সোশাল মিডিয়ায় বার্তা অমিত শাহের।
West Bengal News Live: পাকিস্তানের গুপ্তচর সন্দেহে দিল্লি থেকে RPF-এর অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর গ্রেফতার, সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই কলকাতা সহ দেশের ৭ রাজ্যে একযোগে তল্লাশি চালাল NIA
পাকিস্তানের গুপ্তচর সন্দেহে দিল্লি থেকে RPF-এর অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর মোতিরাম জাটকে গ্রেফতার করেছিল এনআইএ। এবার সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই কলকাতা সহ দেশের ৭ রাজ্যে একযোগে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতার খিদিরপুর, আলিপুর ও তপসিয়া সহ নানা জায়গায় তল্লাশি চালায় এনআইএ। একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় কলকাতার এনআইএ দফতরে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ল্যাপটপ, মোবাইলও।






















