West Bengal News Live Updates: কাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।
LIVE
Background
মুর্শিদাবাদে ফের বোমার বলি। সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু। উড়ল বাড়ির ছাদ। বোমা মেরে খুনের অভিযোগ পরিবারের।
সমবায় সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম। দুপুরে বোমাবাজির পর রাতে খুন তৃণমূল কর্মী। বাড়িতে ঢুকে কুপিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দোষীদের গ্রেফতারির দাবিতে আগুন জ্বালিয়ে পথ অবরোধ।
কুলপিতে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর গুলি-বোমাবাজির অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূলকর্মীকে মৃত ঘোষণা।
কালীঘাটের কাকুর বিরুদ্ধে ফের প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে প্রশ্নের মুখে সিবিআই। মেডিক্যাল গ্রাউন্ডে এতদিন হাজিরা দিচ্ছেন না, জেলে গিয়ে গ্রেফতার করছেন না কেন? প্রশ্ন বিচারকের।
সাতসকালে শহরে জোড়া দুর্ঘটনা। ওয়াটগঞ্জে বাইকে ট্রেলার ধাক্কা। আরোহীর মৃত্যু। মেয়ো রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠল ট্যাক্সি।
WB News Live: কাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি
কাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। বিচারের দাবিতে ৪ মাস পার, কাল ফের সুপ্রিম কোর্টে শুনানি। চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি। ৭ নভেম্বরের পরে কাল ফের সুপ্রিম কোর্টে আর জি কর-মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি।
West Bengal News Live: গতবার বিরোধীশূন্য ভোট, এবার কাঁথি সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী
গতবার বিরোধীশূন্য ভোট, এবার কাঁথি সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী। গতবার সমবায় ভোটের ৯৫টি আসনে ৯৫টিতেই জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীর। সমবায় ব্যাঙ্কের ভোট নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে রবিবার কাঁথিতে সমবায় ব্যাঙ্কের ভোটগ্রহণ। ভোটে অশান্তির বাংলায় এবার সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী। কাঁথির সমবায় ব্যাঙ্কে ১০৮টি প্রতিনিধি পদে রবিবার ভোট। কাঁথিতে সমবায় ভোট, প্রতি বুথে সিসি ক্যামেরার নজরদারি।
WB News Live: নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে বিজেপিকে নিশানা কুণাল ঘোষের
নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে বিজেপিকে নিশানা কুণাল ঘোষের। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন। 'বিজেপি হামলা করবে, সেই আশঙ্কা ছিল'। 'পুলিশকে লিখিত ভাবে জানানোও হয়েছিল'। 'তারপরেও বড়সড় তাণ্ডব করেছে বিজেপি', সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের।
West Bengal News Live: কুলপির দৌলতপুরে কী কারণে খুন হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য?
কুলপির দৌলতপুরে কী কারণে খুন হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য? স্থানীয় সূত্রে খবর, গত পঞ্চায়েত ভোটের আগে খুন হন দৌলতপুরের বাসিন্দা কংগ্রেস সমর্থক আলফাজউদ্দিন হালদার। তৃণমূল প্রার্থী নুরউদ্দিনের প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থীর হয়ে প্রচার করায়, কংগ্রেস সমর্থককে মারধর করা হয়। পরে কলকাতার হাসপাতালে মৃত্যু হয় আলফাজের। এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্য নুরউদ্দিন ও তাঁর ছেলেদের নামে খুনের অভিযোগ দায়ের হয়। গ্রেফতার হন তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেরা। পরিবারের অভিযোগ, আলফাজের খুনের বদলা নিতেই খুন করা হয় নুরউদ্দিনকে। ধৃত ইলিয়াস হালদার নিহত কংগ্রেস সমর্থক আলফাজের ভাই। পুলিশের দাবি, পুরনো শত্রুতার জেরেই খুন হন তৃণমূল নেতা।
WB News Live: মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ, মৃত্যু হল ৩ জনের
মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ। মৃত্যু হল ৩ জনের। সাগরপাড়ার খয়েরতলা গ্রামে, বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল বলে দাবি স্থানীয়দের। বোমা ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়ার পর বাকি ২ জনেরও মৃত্যু হয়।