West Bengal News Live Updates: কাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।

Background
মুর্শিদাবাদে ফের বোমার বলি। সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু। উড়ল বাড়ির ছাদ। বোমা মেরে খুনের অভিযোগ পরিবারের।
সমবায় সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম। দুপুরে বোমাবাজির পর রাতে খুন তৃণমূল কর্মী। বাড়িতে ঢুকে কুপিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দোষীদের গ্রেফতারির দাবিতে আগুন জ্বালিয়ে পথ অবরোধ।
কুলপিতে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর গুলি-বোমাবাজির অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূলকর্মীকে মৃত ঘোষণা।
কালীঘাটের কাকুর বিরুদ্ধে ফের প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে প্রশ্নের মুখে সিবিআই। মেডিক্যাল গ্রাউন্ডে এতদিন হাজিরা দিচ্ছেন না, জেলে গিয়ে গ্রেফতার করছেন না কেন? প্রশ্ন বিচারকের।
সাতসকালে শহরে জোড়া দুর্ঘটনা। ওয়াটগঞ্জে বাইকে ট্রেলার ধাক্কা। আরোহীর মৃত্যু। মেয়ো রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠল ট্যাক্সি।
WB News Live: কাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি
কাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। বিচারের দাবিতে ৪ মাস পার, কাল ফের সুপ্রিম কোর্টে শুনানি। চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি। ৭ নভেম্বরের পরে কাল ফের সুপ্রিম কোর্টে আর জি কর-মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি।
West Bengal News Live: গতবার বিরোধীশূন্য ভোট, এবার কাঁথি সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী
গতবার বিরোধীশূন্য ভোট, এবার কাঁথি সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী। গতবার সমবায় ভোটের ৯৫টি আসনে ৯৫টিতেই জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীর। সমবায় ব্যাঙ্কের ভোট নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে রবিবার কাঁথিতে সমবায় ব্যাঙ্কের ভোটগ্রহণ। ভোটে অশান্তির বাংলায় এবার সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী। কাঁথির সমবায় ব্যাঙ্কে ১০৮টি প্রতিনিধি পদে রবিবার ভোট। কাঁথিতে সমবায় ভোট, প্রতি বুথে সিসি ক্যামেরার নজরদারি।






















