West Bengal News Live Blog : পার্কিং বিবাদে এবার চিংড়িঘাটায় মহিলাকে থান ইট দিয়ে মার
WB News Live Blog : সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
LIVE

Background
WB News Live: তৃণমূলের কোন্দলে উত্তপ্ত শাসন, দমকলমন্ত্রীর বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বে মদত দেওয়ার অভিযোগ
তৃণমূলের কোন্দলে উত্তপ্ত শাসন। দমকলমন্ত্রীর বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বে মদত দেওয়ার অভিযোগ তুললেন দলীয় নেতৃত্বের একাংশ। খোদ মন্ত্রীকে বিজেপির দালাল বলে আক্রমণও করলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের অনুগামীরা। রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। মন্ত্রীর বৈঠকে ডাক পাননি বলে অভিযোগ করেন হাড়োয়ার দুই ব্লক সভাপতি। ঘটনার নিন্দা করেছেন দমকলমন্ত্রী।
West Bengal News Live: পশ্চিমবঙ্গে ৬০০ ভোটার কার্ড বাতিল করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর
ভূতুড়ে ভোটার বিতর্কে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। এরমধ্যে পশ্চিমবঙ্গে ৬০০ ভোটার কার্ড বাতিল করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নির্বাচন কমিশন সূত্রে খবর, এরাজ্যের সঙ্গে সবথেকে বেশি ডুপ্লিকেট হয়েছে হরিয়ানার ভোটারের এপিক নম্বর। তালিকায় এর পরেই রয়েছে গুজরাত ও অসমের নাম।
WB News Live: দিলীপের পাশে হুমায়ুন, বিজেপি নেতা বলছেন, তিনি একাই একশ, কারও সার্টিফিকেট প্রয়োজন নেই
খড়গপুরে রাস্তা উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারিয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁর বিতর্কিত মন্তব্য ঘিরে এখন জোর চর্চা চলছে। আর এই বিতর্কের মধ্য়েই, আশ্চর্যজনকভাবে তাঁর পাশে দাঁড়ালেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর। বললেন, দিলীপ ঘোষের বক্তব্যকে তিনি সমর্থন করেন। যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন, তিনি একাই যথেষ্ট! কারও সার্টিফিকেটের তাঁর প্রয়োজন নেই।
West Bengal News Live: কাটোয়ায় অগ্রদীপের মেলায় গিয়ে চেনা মেজাজে দিলীপ ঘোষ, দেখেশুনে কিনলেন দা
কাটোয়ায় অগ্রদীপের মেলায় গিয়ে চেনা মেজাজে দিলীপ ঘোষ। দেখেশুনে কিনলেন দা। কিন্তু, কেন? উত্তরে বিজেপি নেতার হেঁয়ালি--- সব কাজ হয়ে যাবে... এক দা-তে। দিলীপ ঘোষের এই মন্তব্য়েই সমালোচনার হাতিয়ার খুঁজে নিয়েছে তৃণমূল। যার পাল্টা আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।
WB News Live: কাঁথির কৃষি উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠল
এবার কাঁথির কৃষি উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠল। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন এক আইনজীবী। মামলা দায়েরের অনুমতি মিলেছে। শনিবার ভোট। তার আগেই বাহিনী-মামলায় শুনানির সম্ভাবনা। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন হয়েছিল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
