West Bengal News Live: পুজোয় বাসি খাবার! যৌথ অভিযানে বাসি মাংস, খাবার ও রান্নার উপকরণ বাজেয়াপ্ত
WB News Live: জেলা থেকে শহর এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর।
LIVE

Background
এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
১। আজ সকালের পর বৃষ্টি কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, বাড়বে উত্তরে। বৃষ্টির মধ্যেই চলছে প্রতিমা নিরঞ্জন।
২। দেবীবরণ, সিঁদুর খেলার পর কৈলাসে ফিরছেন মা। বাঙালির মনে বিষণ্ণতার সুর। বনেদি বাড়ি থেকে বারোয়ারি, সব জায়গাতেই মন খারাপের ছবি।
৩। নজিরবিহীন নিরাপত্তায় টাকিতে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রতিমা বিসর্জন। কড়া নজরদারি BSF-এর। কোথা থেকে প্রতিমা আসছে, প্রশ্ন তা নিয়েও। সতর্ক নজর জলপথেও।
৪। মন খারাপের বিজয়াতেই দিন গোনা আগামী দুর্গাপুজোর। পরের বছর ১০ অক্টোবর মহালয়া। দেবীর বোধনের মহাষষ্ঠী ১৭ অক্টোবর। ২১ অক্টোবর বিজয়া দশমী।
৫। বিজয় দশমীতেও নর্থ বম্বে সর্বজনীনে চাঁদের হাট। রানি, কাজলের সঙ্গে হাজির অজয় দেবগন। অংশ নিলেন দশমী পুজোয়।
৬। ফের প্রশ্নে নারী নিরাপত্তা। কুলতলিতে ঘরে ঢুকে ষাট বছরের মহিলাকে গণধর্ষণের অভিযোগ। গণপিটুনির পর দুজনকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। এখনও অধরা এক।
৭। তৃণমূল-ISF সংঘর্ষে ফের অশান্ত ভাঙড়। বিধায়ককে কটূক্তির জেরে ISF নেতার বাড়িতে চড়াও তৃণমূল। ISF কর্মীরা বাধা দিলে দফায় দফায় অশান্তি। আহত দুপক্ষেরই বেশ কয়েকজন।
৮। গত তিন বছরে প্রতিবেশী শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে পরপর পালাবদল। অশান্তির এই বাতাবরণ ভারতের পক্ষে উদ্বেগের, প্রতিক্রিয়া সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের।
৯। মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিবাদ। পাক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল POK. আঠারোজন বিক্ষোভকারীকে গুলি করে মারল পাক সেনা।
West Bengal Weather: আজ দিনভর উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
আজ দিনভর উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। হাওড়া, হুগলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। বৃষ্টির সঙ্গে চলবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। গতকাল সন্ধে থেকে সকাল পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ২৬ মিলিমিটার। আজ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। প্রবল বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ভূমি ধসের সতর্কতা।
Durga Puja Live: পুজোয় বাসি খাবার! যৌথ অভিযানে বাসি মাংস, খাবার ও রান্নার উপকরণ বাজেয়াপ্ত
পুজোয় বাসি খাবার! ডায়মন্ড হারবারে অভিযানে পর্দাফাঁস। জেলা খাদ্য সুরক্ষা দফতর, পুরসভা ও পুলিশের যৌথ অভিযান। বেশ কিছু রেস্তোরাঁ ও স্ট্রিট ফুডের দোকানে অভিযান। পুজোয় বিক্রির জন্য রান্না করা খাবার মজুত করাও অভিযোগ। বাসি মাংস, খাবার ও রান্নার উপকরণ বাজেয়াপ্ত। ফুড লাইসেন্সবিহীন রেস্তোরাঁ ও দোকানকে নোটিস। ৭ দিনের মধ্যে নোটিসের উত্তর দিতে হবে।






















